আমার হলে
॥ পৌলমী ভট্টাচার্য ॥
তুমি , এখন আকাশে
পাশাপাশি বসে বাড়ি ফিরছো।
আমি জানলায়
সদ্য পড়া একটা কবিতার
পাড় ভাঙতে ভাঙতে
ভাবছি
আর
একটু পরেই তুমি
গ্যারেজে গাড়ি তুলে
কালকের ছক কষবে।
আমি
না পড়া বইয়ের
পাতা উল্টে পাল্টে দেখবো
কোথাও তোমার আদল পাই কিনা।
পেলেই চলকে উঠবো
চুপিচুপি , লুকিয়ে লুকিয়ে।
টেরিয়ে টেরিয়ে সারাদিন
দেখবো
কোথায় ,কখন , কেবল তুমি দাঁড়িয়ে
তোমরা হয়ে যাও নি তো
আমাকে লুকিয়ে।
সমস্ত অবসরে
গুটিসুটি
হারানোর ভয়টাকে
বুড়ো আঙুল দেখিয়ে
থেঁতলে দিয়েছি মাথা...
ঠিক এইখানে
তুমি ঠিক ঠিক
আমার হলে।
..................................
পৌলমী ভট্টাচার্য
কলকাতা