শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 September, 2019 14:56

আব্বার প্রতি ভালোবাসা এবং ভয়

আব্বার প্রতি ভালোবাসা এবং ভয়
রিয়াজুল হক :
আমার অনেক বন্ধু আমাকে প্রায়ই বলে, তুই তোর আব্বাকে এত ভয় পাইস কেন? আব্বাদের কি এত ভয় পেতে হয় নাকি? ফোন দিয়ে কিছু করতে বললেই দেখি সব ফেলে দৌড় দিস। তুই কি এখনও স্কুলে পড়িস?

আমি কোন উত্তর দেই না। আসলে এর কোন উত্তর নেই। কারণ ভালবাসি অনেককে কিন্তু একসাথে ভালোবাসা এবং ভয়ের জায়গা একমাত্র আব্বা। অন্য কাউকে কখনো ভয় লেগেছে বলে মনে করতে পারব না। তবে চেষ্টা করি সবসময় সংযত হয়ে চলতে।

আমার সংশোধনের জায়গাও আমার আব্বা। আব্বা যদি বলেন, তোর এটা করা উচিত হয়নি। আমি মাথা নিচু করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভুলেও এই কাজ আর যাবে না। কত বড় হয়েছি কিংবা কত বড় চাকরি করি, সেটা কখনোই মাথায় আসেনি। আব্বা যেটা বলেছেন সেটাই ঠিক।

তবে মনটা ভরে যায়, যখন বাসায় ঢুকলে আব্বা হঠাৎ করে বলে ওঠেন, “ তোর কোন চিন্তা নাই। তোর জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করে দিছি”। সন্তান হিসেবে এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। আমার উপর আব্বা সন্তুষ্ট আছে। আর পিতার সন্তুষ্টেই যে আল্লাহ সন্তুষ্ট।

লেখক: উপ পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

উপরে