আব্বার প্রতি ভালোবাসা এবং ভয়
রিয়াজুল হক :
আমি কোন উত্তর দেই না। আসলে এর কোন উত্তর নেই। কারণ ভালবাসি অনেককে কিন্তু একসাথে ভালোবাসা এবং ভয়ের জায়গা একমাত্র আব্বা। অন্য কাউকে কখনো ভয় লেগেছে বলে মনে করতে পারব না। তবে চেষ্টা করি সবসময় সংযত হয়ে চলতে।
আমার সংশোধনের জায়গাও আমার আব্বা। আব্বা যদি বলেন, তোর এটা করা উচিত হয়নি। আমি মাথা নিচু করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভুলেও এই কাজ আর যাবে না। কত বড় হয়েছি কিংবা কত বড় চাকরি করি, সেটা কখনোই মাথায় আসেনি। আব্বা যেটা বলেছেন সেটাই ঠিক।
তবে মনটা ভরে যায়, যখন বাসায় ঢুকলে আব্বা হঠাৎ করে বলে ওঠেন, “ তোর কোন চিন্তা নাই। তোর জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করে দিছি”। সন্তান হিসেবে এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। আমার উপর আব্বা সন্তুষ্ট আছে। আর পিতার সন্তুষ্টেই যে আল্লাহ সন্তুষ্ট।
লেখক: উপ পরিচালক, বাংলাদেশ ব্যাংক।