শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 January, 2021 09:40

আগুনের পরশমণি জ্বালাও প্রাণে

আগুনের পরশমণি জ্বালাও প্রাণে

॥ অনিন্দিতা হাজরা তিতলি॥

অনেক কিছু কেড়ে নেয়ার বছরটি শেষ হলো। কম বেশি সবাই হারিয়েছি নিজেদের আত্মীয় পরিজন, অনেক গুণী মানুষ, চলচ্চিত্র অভিনেতা, ডাক্তারকে। সারা বিশ্বের মানুষের কাছে এই বছরটি অভিশপ্ত। দু হাজার সালের পর কুড়ি বছরে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু এইরকম মৃত্যুর নীল বিষের ছোবল দেখা যায়নি। এর আগেও সার্স, H1N1ফ্লু এবং বাদুড় থেকে অনেক রোগ ছড়িয়েছে। কিন্তু এইরকম কোটি মৃত্যু আসেনি। ইতিহাস বলছে একশো বছর অন্তর এইরকম হয়ে থাকে। একশো বছর পূর্বে স্প্যানিশ ফ্লু হয়েছিল এবং মৃত্যু সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষের অধিক।
রবীন্দ্রনাথের ভাষায় “ আগুনের পরশমণি জ্বালাও প্রাণে”, সত্যি হেরে গেলে চলবে না। সমস্ত বিষ সরিয়ে জয়ী হতেই হবে। আমরা মানুষ, সভ্যতার কাণ্ডারী। আমরা শেষ মানে সভ্যতা শেষ। মনের জোর শেষ অবধি রাখতেই হবে। 
করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। ধৈর্য্য, স্থৈর্য, আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস, আত্মবিশ্লেষন, উচ্ছলতাকে দমন আরোও অনেক কিছু। অনেক রাজনৈতিক মতভেদের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সব শেষও হয়েছে। আমরা আশাবাদী। দু হাজার একুশ সালের প্রারম্ভে নতুন করে শুরু করবো আমরা।
আমরা শিখেছি লকডাউনে থাকা, আর আমাদের মন হয়েছে অবসাদগ্রস্ত। নিদ্রাহীন, কখনো বা ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে। এক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা ভালো নয়। আমি নিজেই এপ্রিল মাসে অসুস্থ হয়েছিলাম এই করোনার ভীতিতে। ভয় পেয়েছিলাম, আতঙ্কিত ছিলাম। সময় গিয়েছে, দিন গিয়েছে, আমরা আস্তে স্বাভাবিক হয়েছি। শুধু আমার ভারত না, পূর্ব থেকে পশ্চিমের , উত্তর থেকে দক্ষিণের সব দেশে এক চিত্র। টিভি, কাগজ, সোস্যাল মিডিয়া সর্বত্র আছে এক করোনার খরব। আমরা আশা করি সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। সবাই ভালো থাকবো। নিয়ম মেনে চলব। অপরকে সুস্থ রাখবো। ২০২১ হোক ভালোবাসায় মোড়ানো সুন্দর এক পৃথিবী।

উপরে