মনোয়নপত্র জমা দিলেন মাহাথির মোহাম্মদ
মাহাথির মোহাম্মদ
মেইল রিপোর্ট :
মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দলের প্রধান নেতা হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন দেশটির সাবেক প্রধানন্ত্রী মাহাথির মোহাম্মাদ।
শনিবার তিনি তার মনোনয়নপত্র জমা দেন।দেশটিতে আগামী ৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ার স্থানীয় দৈনিক ‘ফ্রি মালয়েশিয়া তোদায়‘ জানিয়েছে, শনিবারে মাহাথির আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের মনোয়নপত্র জমা দিয়েছেন। তিনি দেশের উত্তর-দক্ষিণাঞ্চল লানকি থেকে বিরোধী দলের প্রতিনিধি হবেন।
গত জানুয়ারি মাসে মালয়েশিয়ার বিরোধী দল মাহাথিরকে তাদের প্রধান এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করে। দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, ১৫ মিলিয়ন ভোটার ২২২ জন পার্লামেন্টকে ৫ বছরের জন্য নির্বাচিত করবেন।