আনোয়ার ইব্রাহিম রাজকীয় ক্ষমা পেতে যাচ্ছেন: মাহাথির
মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, রাজা দেশটির রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করে দিতে রাজি হয়েছেন।
মাহাথির টানা ২২ বছর মালয়েশিয়া শাসনের পর রাজনীতি থেকে অবসর নেন। চলতি বছরের জানুয়ারিতে ফের তিনি রাজনীতিতে ফেরার ঘোষণা দেন। বিরোধী জোটের হয়ে সম্প্রতি ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
মাহাথিরের সময়ই প্রথম জেলে পাঠানো হয় আনোয়ার ইব্রাহিমকে। এবারের নির্বাচনে মাহাথিরের জোটের প্রতি সমর্থন ছিল আনোয়ার ইব্রাহিমের যাকে একসময় দেশটির সবচেয়ে সম্ভাবনাময়ী নেতা হিসেবে বিবেচনা করা হতো।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের একদিন পর শুক্রবার মাহাথির সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিমের বিষয়ে কথা বলেন। তিনি বলে, 'সে পুরোপুরিভাবেই ক্ষমা পাচ্ছে, তাকে দ্রুত মুক্তি দেয়া হবে। তারপর রাজনীতিতে পুরোদমে অংশগ্রহণের বিষয়েও তাকে বাধা দেয়া হবে না।