শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 July, 2018 00:16

মাহাথিরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নাজিব রাজাকের

মাহাথিরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নাজিব রাজাকের
মেইল রিপোর্ট :

মালয়েশিয়ার ক্ষমতাসীন মাহাথির মোহাম্মদের জোট সরকারের নির্বাচনী ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কেবল ‘প্রতিশ্রুতির জন্যই প্রতিশ্রুতি’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

এ মন্তব্যের জবাবে মাহাথির বলেছেন, সবার মনে রাখা উচিত যে নির্বাচনী ঘোষণাপত্র কোনো বাইবেল নয়। এটি একটি নির্দেশনা মাত্র। কখনও কখনও আমরা তা অনুসরণ করতে পারি, আবার কখনও কখনও তা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের বাস্তবিক হতে হবে।

পার্লামেন্টের নিম্ন কক্ষের নতুন স্পিকার হিসেবে সাবেক বিচারপতি মোহাম্মদ আরিফ মো. ইউসুফকে মনোনীত করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সম্মতির বিষয়টির দিকেই দৃশ্যত ইঙ্গিত করেছেন নাজিব।

পাকাতান হারাপান জোটের নির্বাচনী ঘোষণাপত্রে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে এমপিদের মধ্য থেকে স্পিকার মনোনীত করা হবে।

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নাজিব বলেন, জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করা রাজনৈতিক দলগুলোর উচিত নয় এবং ন্যায়বিচার নয়।

তিনি আরও বলেন, সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করা উচিত নয় এবং আগামী ৫ বছরে পিএইচ সরকার যে ধরনের অজুহাত পেশ করবে, তা সহজেই আমাদের গ্রহণ করতে হবে।

নাজিব বলেন, আমরা আমাদের বিএনের (বারাশান ন্যাশনাল) ইশতিহার অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করেছিলাম। আমরা কয়েক দফায় এটি পুনর্বিবেচনা করেছি। কারণ আমি প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চেয়েছি।

উপরে