শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 August, 2018 02:42

নাজিবের বিরুদ্ধে অর্থ পাচারের তিন অভিযোগ তদন্ত সংস্থার

নাজিবের বিরুদ্ধে অর্থ পাচারের তিন অভিযোগ তদন্ত সংস্থার
মেইল রিপোর্ট :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচারের তিনটি অভিযোগ এনেছে দেশটির তদন্তকারী সংস্থা। রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ পাচার দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানানো হয়েছে। 

বুধবার (৮ আগস্ট) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

তদন্ত কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম বলছে, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল ‘ওয়ান মালয়েশিয়ান ডেভলপমেন্ট বারহাদ (১এমডিবি)’ থেকে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি মার্কিন ডলার অর্থ পাচার করেছেন। 

এর আগে এসব অভিযোগে চলতি বছরের জুলাইয়ে গ্রেফতার হন নাজিব রাজাক। দুর্নীতি অনিয়মের অভিযোগে তার স্ত্রীকেও তদন্তের মুখোমুখি হতে হয়। রাজাকের বিরুদ্ধে ইতোমধ্যে ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। একই বছরের মে মাসে জাতীয় নির্বাচনে হারের পর নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে তদন্ত শুরু হয়।

তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব।

খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী নাজিব, তার পরিবার ও মিত্রদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় আবাসন ক্রয়সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।  

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অর্থনৈতিক উন্নতিসহ বিভিন্ন উন্নয়নের জন্য ২০০৯ সালে ১এমডিবি রাষ্ট্রীয় তহবিল গঠন করা হয়। ২০১৫ সালের শুরুর দিকে এ তহবিল নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তখন থেকেই রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাচারের অভিযোগ ওঠে নাজিবের বিরুদ্ধে। 

উপরে