শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 August, 2018 03:24

ভুয়া সংবাদরোধী আইন বাতিল করলো মালয়েশিয়া

ভুয়া সংবাদরোধী আইন বাতিল করলো মালয়েশিয়া
মালয়েশিয়ার পার্লামেন্ট (ফাইল ছবি)
মেইল রিপোর্ট :

‘ভুয়া সংবাদ’ রোধে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক প্রশাসনের করা একটি আইন বৃহস্পতিবার রদ করেছে মালয়েশিয়ার পার্লামেন্ট। চলতি বছরের এপ্রিলে নাজিব সরকার অ্যান্টি-ফেক নিউজ ২০১৮ বিল পাস করে। যেখানে এ ধরনের নিউজের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ  রিঙ্গিত জরিমানা এবং ছয় বছর পর্যন্ত জেলের বিধান রাখা হয়।

এই আইনকে নিপীড়নমূলক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছিল সমালোচকরা। তাদের অভিযোগ ছিল মে মাসের সাধারণ নির্বাচনের আগে বাক স্বাধীনতা এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার সমালোচনা রুখতেই এই আইন করা হচ্ছে।

গত মে মাসের ওই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোটের কাছে হেরে যান নাজিব।

ওই আইন বাতিলের আগে এটি নিয়ে পার্লামেন্টে প্রায় তিন ঘণ্টা বিতর্ক হয়। পরে কণ্ঠ ভোটে ওই আইন বাতিলের সিদ্ধান্ত পাস হয়।

অধিকার গ্রুপগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আশিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটসের একজন বোর্ড সদস্য টেডি বাগুইলাট বলেছেন, ওই আইন স্পষ্টভাবে কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা বন্ধ এবং জনবিতর্ক প্রশমন করার জন্য তৈরি করা হয়েছিল। এই আইন পাস করাই ঠিক হয়নি।

এশিয়ার এই অঞ্চলে মালয়েশিয়ায় প্রথম দেশ যারা ভুয়া সংবাদরোধী আইন পাস করেছিল। অন্যান্য দেশের মধ্যে সিঙ্গাপুর এবং ফিলিপিন্স জানিয়েছে, কীভাবে ‘ভুয়া সংবাদ’ মোকাবেলা করা যায় সেটি বিবেচনা করছে তারা।
সোশ্যাল মিডিয়া ঘৃণামূলক পোস্ট সরিয়ে দিতে ব্যর্থ হলে জরিমানার একটি পরিকল্পনা গত বছর অনুমোদন দেয় জার্মানি।

মাহাথির নিজেও ভুয়া সংবাদ ছড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে তাকে বহনকারী বিমান নাশকতার শিকার হয়েছিল মাহাথিরের এমন দাবি মিথ্যা।

উপরে