পণ্য এবং সেবাখাতের ওপর করারোপ করবে মালয়েশিয়া
বিক্রিত পণ্যের ওপর ৫ থেকে ১০ ভাগ এবং সেবাখাতের ওপর ৬ ভাগ করারোপ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন এই করারোপ কার্যকর হবে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কাস্টম প্রধান শুভ্রমোনিয়াম থোলাসি এই তথ্য জানান। নতুন প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহম্মদ সরকার ক্ষমতায় আসার পর অজনপ্রিয় পণ্য এবং সেবা খাত (গুড এন্ড সার্ভিস ট্যাক্স-জিএসটি) এর ওপর থেকে কর তুলে নেয়। এর স্থানে বিক্রি এবং সেবা খাত (সেলস এন্ড সার্ভিস ট্যাক্স-এসএসটি) এর ওপর করধার্য করা হয়।
জিএসটির আওতায় ৫৪৪টি পণ্যের ওপর কর ধার্য ছিল। কিন্তু এসএসটির আওতায় নতুন করে করের আওতায় আসবে ৫ হাজার ৪৪৩ টি পণ্য। তবে চাল, রান্নার তেল, পাউরুটি, শিশুদের পণ্য, বোতলজাত পানির খাদ্য সামগ্রী এর অর্ন্তভূক্ত থাকবে না।
এছাড়া খবরের কাগজ, হুইলচেয়ার, ঔষধ, নির্মাণসামগ্রী, সিমেন্ট, বালির ওপর করারোপ করা হবে না। এদিকে পণ্যে করারোপ করার সুযোগ নিয়ে দাম না বাড়ানোর জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের সতর্ক করেছে প্রশাসন।