শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 October, 2018 01:56

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের স্ত্রী গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের স্ত্রী গ্রেপ্তার
মেইল রিপোর্ট :

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারির তদন্তে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।  

রোসমাহর আইনজীবী কে. কুমারায়েনদ্রান বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, তার মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার আগে বুধবার বেশ কয়েক ঘণ্টা রোসমাহকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি)।

ওয়ানএমডিবি তহবিল লুটের ঘটনায় রোসমাহর স্বামী সাবেক প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থপাচারসহ দুই ডজনের বেশি মামলা করা হয়। এসব মামলায় এখন জামিনে রয়েছেন নাজিব। তবে নাজিব ও রোসমাহর মালয়েশিয়ার বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

এমএসিসি এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রের কৌঁসুলিদের অনুমতি পাওয়ার পর ৬৬ বছর বয়সী রোসমাহকে অর্থপাচারের তদন্তে গ্রেপ্তার করা হয়েছে।

তারা জানায়, রোসমাহর বিরুদ্ধে এখন বেশ কয়েকটি অভিযোগ আনা হবে। এমএসিসি বলছে, রোসমাহকে অভিযুক্ত করতে বৃহস্পতিবারই আদালতে তোলা হবে।

এমএসিসি’র একজন কর্মকর্তা বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে রোসমাহর কমপক্ষে ১৫ বছর কারাদণ্ড হতে পারে।

এদিকে আগামীকাল আদালতে তোলার আগ পর্যন্ত আজ রাত এমএসিসির সদরদপ্তরেই কাটাতে হবে রোসমাহকে। তার স্বামী ক্ষমতায় থাকাবস্থায় দামি দামি জিনিসপত্র ব্যবহারের কারণে তিনি মালয়েশিয়াজুড়ে ধিক্কৃত।

অন্যদিকে ওই কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতায় ভিন্ন স্থানে তার স্বামী নাজিবকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ৬৫ বছর বয়সী নাজিব তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

উপরে