শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 October, 2018 02:16

নাজিব ও তার সহযোগীর বিরুদ্ধে ১৬০ কোটি ডলার লুটের অভিযোগ

নাজিব ও তার সহযোগীর বিরুদ্ধে ১৬০ কোটি ডলার লুটের অভিযোগ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
মেইল রিপোর্ট :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার ঘনিষ্ঠ এক সহযোগীর বিরুদ্ধে বৃহস্পতিবার ১৬০ কোটি ডলার লুট করার অভিযোগ আনা হয়েছে।

তারা সরকারি তহবিল থেকে এ অর্থ লুট করেন বলে অভিযোগে বলা হয়। 

ক্ষমতা হারানোর পর থেকে এ পর্যন্ত নাজিবের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এসবের অধিকাংশ অর্থ চুরির মামলা। রাষ্ট্রীয় ১এমডিবি তহবিল থেকে এসব অর্থ লুট করা হয় বলে অভিযোগে বলা হয়।

অর্থ লুটের এমন গুরুতর অভিযোগ থাকায় গত মে মাসের নির্বাচনে ভোটাররা নাজিবের জোটকে বর্জন করায় তিনি পরাজিত হন। আর এর মধ্যদিয়ে তার দলের ছয় দশকের শাসনের অবসান ঘটে। এ নির্বাচনে মাহাথির মোহাম্মাদের নেতৃত্বে গঠিত সংস্কারবাদী জোট বিজয়ী হয়।

অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র কর্মকর্তা মোহাম্মাদ ইরওয়ান সারিগর আব্দুল্লাহর সঙ্গে যৌথভাবে নাজিবকে কুয়ালালামপুরের একটি আদালতে অভিযুক্ত করা হয়।

তবে তারা তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে তারা সরকারি তহবিলের এসব অর্থ লুট করেন। এতে তারা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

উপরে