শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 March, 2019 05:32

মালয়েশিয়ায় পুলিশী অভিযানে বাংলাদেশি সহ ৭৩ অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় পুলিশী অভিযানে বাংলাদেশি সহ ৭৩ অবৈধ অভিবাসী গ্রেফতার

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি, মালয়েশিয়া: মালয়েশিয়ায় প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে অবৈধ অভিবাসীদের। বিশেষ করে বাংলাদেশী বা অন্যান্য দেশের জনবহুল এলাকা গুলোতে অভিযান জোরদার করা হয়েছে। সর্বত্র চলছে ধরপাকড়। থামার কোনো লক্ষনই নেই। দেশটির অভিবাসন ভিবাগের ঘোষণা অবৈধ বিদেশি কর্মীকে তারা আর থাকতে দিতে চায়না। দেশটির সংশ্লিষ্টরা বলছেন দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা চলমান অভিযান অব্যাহত রেখেছেন। এর ধারাবাহিকতায়  রাজধানী কোয়ালালামপুরের পাশর্^বর্তী সেলাঙ্গরের সবচেয়ে বড় কাচাঁ (শব্জি) বাজারে ৩ মার্চ রোববার চালানো হয় বিশেষ অভিযান। আর এ অভিযানে গ্রেফতার হন ১৩ বাংলাদেশী সহ ৭৩ জন অবৈধ বিদেশি কর্মী। ৫০ জনের পুলিশের বিশাল বাহিনী নিয়ে পুরো বাজার এলাকাকে ঘিরে ফেলা হয়।
অনেকেই দৌড়ে পালাতে চাইলেও সে সুযোগ আর হয়নি।  গ্রেফতার হতে হয় ১৩ জন বাংলাদেশি, মায়ানমারের ৫০ এবং ইন্দোনেশিয়ার ১০ জনকে।
সারডাং পুলিশের সহকারী কমিশনার ইসমাইল বোরহান জানান, এ অভিযানে ১০৭ জনকে আটক করে যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার করা হয় ৭৩ জন কে। আটকৃতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৬০ বছর।
গ্রেফতারকৃতদের ইমিগ্রেশন রেগুলেশন ৬(১)সি ১৯৫৯,১৫(১) ৩৯(বি)ধারায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ এদিকে ৩ মার্চ মালয়েশিয়ার বহুল প্রচারিত দৈনিক উতুসানের প্রথম পাতায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয় বিদেশি ব্যবসায়িদের নিয়ে। শিরোনামটি ছিল আর কতকাল বিদেশিদের হাতে থাকবে ব্যাবসা। কি ভাবে তারা এদেশে এসে ব্যাবসা করে? এর সূত্র ধরে বিদেশি শব্জি ব্যবসায়িদের ব্যবসা প্রতিষ্টানেও চলে তল্লাশি ।

উপরে