শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 April, 2019 12:11

মালয়েশিয়ায় টেকসই উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মালয়েশিয়ায় টেকসই উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আহমাদুল কবির, মালয়েশিয়া :

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়োজেনে টেকসই উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার স্কুল অব গ্রাজুয়েট স্টাডিজ ভবনে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সুশাসনের জন্য নাগরিক (সুজন)”র প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার প্রধান আলোচক হিসাবে উপস্থিত। 

ড. বদিউল আলম মজুমদার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিভাবে ভূমিকা রাখাতে পারে তা সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন। 

সেমিনারে অংশগ্রহণকারি বাংলাদেশসহ ১০টি দেশের গবেষকদের এসডিজি নিয়ে বিশ্ব মানের জার্নালগুলতে গবেষণাপত্র লেখার আহব্বান জানিয়ে  সুজন সম্পাদক বলেন, “ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা জাতিসংঘ প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রচারনা চালাতে হবে।“

২০১৬ থেকে ২০৩০ মেয়াদে এসডিজির ১৭টি লক্ষ্যের উদ্দেশ্যগুলো উল্লেখ করে তিনি বলেন, “দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান উন্নয়ন, স্বাস্থ্যমান অর্জন, মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টি, নারীর সর্বজনীন ক্ষমতায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ সামুদ্রিক সম্পদ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে”।

এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের ভূমিকা নিয়ে ড. বদিউল আলম মজুমদার বলেন, “বাংলাদেশ জাতিসংঘের নির্ধারিত এমডিজির লক্ষ্য অর্জনে অনুসরণীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশকে বলা হয় এমডিজির ‘রোল মডেল”। এখন এই সফলতাকে ধরে রাখতে হলে দেশে বিদেশে অবস্থিত সকল গবেষকদের এসডিজি নিয়ে গবেষনা করতে হবে। নিজেদের মধ্যে এমডিজি নিয়ে সচেতনতা বাড়াতে হবে। তাহলেই আমাদের অর্জন বা উন্নয়ন টেকসই হবে।”

সেমিনারে বিভিন্ন দেশের অর্ধ শতাধিক পিএইচডি গবেষকদের উপস্থিতিতে ইউনিভার্সিটি পুত্রা মালইয়েশিয়ার থিসিস এবং স্টুডেন্ট এফেয়ার্স বিভাগের অধ্যাপক ড. রুসলি আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডঃ বদিউল আলম মজুমদারকে  ধন্যবাদ প্রদান করেন।  

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের অই ইউ টি বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুল আজিজ, সেমিনারটির আয়োজক ছিলেন, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় পিএইচডিতে অধ্যয়নরত মোঃ আব্দুর রউফ, মোঃ নাজমুল হক সুমন এবং অনুষ্ঠানটির উপস্থাপিকা আতিয়া ইসলাম।