শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 April, 2019 19:35

মালয়েশিয়ায় মিজানুর রহমান আজহারির মাহফিলে প্রবাসীদের ঢল

মালয়েশিয়ায় মিজানুর রহমান আজহারির মাহফিলে প্রবাসীদের ঢল

আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি, মালয়েশিয়া: বর্তমান সময়ের আলোচিত বক্তা মাও: মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে প্রবাসীদের ঢল। মালয়েশিয়ার সেলায়াং পাসারের বাংলাদেশি ব্যবসায়িদের আয়োজনে অনুষ্টিত ওয়াজ মাহফিলে শতশত প্রবাসী উপস্থিত ছিলেন।
৬ এপ্রিল শনিবার রাত  ৮টা থেকে শুরু হওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন হাফেজ মাহফুজুল হক।
মাওলানা মিজানুর রহমান তার বয়ানে বলেন, দুনিয়া ও পরকালের সুস্থতা ও কল্যাণ লাভকারী ব্যক্তিরাই হবেন সবচেয়ে সফল। এ সফলতা লাভে কোরআন-সুন্নাহর বিধিবিধান পালনের বিকল্প নেই।
তিনি আরোও বলেন, দৈনন্দিন জীবনে সুস্থতা ও কল্যাণ লাভই মানুষের একমাত্র কামনা। যারা দুনিয়াতে সুস্থতা ও কল্যাণ লাভ করবে তাদের পরকালও সাফল্যমন্ডিত হবে। প্রিয়নবী সাল্লাল্লাাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে। তারা দুনিয়া ও পরকালের কল্যাণ ও সুস্থতা লাভ করবে।
মিজানুর রহমান আজহারি বলেন, ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা।’ আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকেই জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেন না। আর এ ইসলাম মানেই হলো আত্মসমর্পণ।
তাই আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে যে দ্বীন গ্রহণ করেন, তা শুধু মস্তিষ্ক দ্বারা কোনো কিছু চিন্তা করা নয় এবং মন দ্বারা কোনো কিছুকে সত্য বলে মানাও নয় বরং তা হচ্ছে মস্তিষ্কের এ চিন্তা ও মনের স্বীকৃতিকে বাস্তবে রূপদান করা।

মানুষ দুনিয়ার জীবনের সব কাজে আল্লাহর বিধানকে কর্যকর করবে, নির্বিঘ্নে তাঁর আইন নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করবে, এটাই হলো ইসলাম বা আত্মসমর্পণ।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো: মনির বিন আমজাদ, মেয়র মো: হানিফ, মো: সাদেক, মো: শরিফ, মো: শাহীন, মো: আব্দুল্লাহ, নূরুল ইসলাম,মো: সুলতান, জাহিদ, মো: নিরব হোসেন সহ ব্যবসায়ী ও কমিউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপরে