শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 May, 2019 11:40

মালয়েশিয়ায় শ্রমিক লীগের উদ্যোগে মে দিবস পালিত

মালয়েশিয়ায় শ্রমিক লীগের উদ্যোগে মে দিবস পালিত
আহমাদুল কবির, মালয়েশিয়া :

প্রবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে দূতাবাসের পাশাপাশি কমিউনিটি নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো: হেদায়েতুল ইসলাম মন্ডল। 

জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা কর্তৃক মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।

বুধবার বিকেলে কুয়ালালামপুরের রিজেন্সি হোটেলের বলরোমে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহ সভাপতি শাহ আলম হাওলাদারের উপস্থাপনায় অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রম অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গিকার করেন। এ ছাড়া মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের সমস্যার কথা প্রধান অতিথির সামনে তুলে ধরেন শ্রমিক লীগের নেতারা। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম সচিব মো: হেদায়েতুল ইসলাম বলেন, ‘মহান মে দিবসের সঙ্গে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণ ওতপ্রোতভাবে জড়িত। প্রবাসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে দূতাবাস কাজ করে যাচ্ছে। বাংলাদেশ হাইকমিশন শ্রমিকদের অধিকতর ভালো সেবা দিচ্ছে।   

শ্রম সচিব বলেন, এদেশে মৃতদের পরিচয় নিশ্চিত হয়েই লাশ প্রেরণ করা হয়। অবৈধ না হবার জন্য অনুরোধ করেন যাতে মৃত্যুর পরও সুবিধা পায়। ট্রাভেল পারমিট দেয়া হচ্ছে তাদের যাদের পাসপোর্ট নাই সুতরাং পরিচিতি নিশ্চিত না হয়ে ট্রাভেল পারমিট ইস্যু করা সম্ভব হয় না।

তিনি বলেন, বৈধ পথে দেশে অর্থ প্রেরণের জন্য অনুরোধ করেন। এতে সরকারের অর্থ ভান্ডারে প্রবাসিদের অবদান আরো বৃদ্ধি পাবে। এজন্য শ্রমিক লীগের সহযোগিতা কামনা করেন।

সরকার প্রবাসীদের পরিবারের সুরক্ষার জন্য অনেক সুবিধা দিচ্ছে, প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোটা রেখেছে, কল্যাণ বোর্ড থেকে অর্থ সহযোগিতা করছে এবং দেশে ফিরে গিয়ে ব্যবসা করতে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেয়া হচ্ছে। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে, সি আই পি মর্যাদা দেয়া হচ্ছে। মালয়েশিয়া প্রবাসী কর্মীদের এ সুযোগ নেবার জন্য অনুরোধ করেন।
আলোচনা সভায় প্রধান বক্তার  বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।

এ ছাড়া বক্তব্য রাখেন, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: জহিরুল ইসলাম জহির, আল আমিন ডলার,মো: সাইফুল ইসলাম, মো: জুয়েল, সেচ্ছা সেবক লীগের সহ সভাপতি মো: জালাল উদ্দিন সেলিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: তারিকুজ্জামান মিতুল,যুগ্ন সাধারন সম্পাদক মো: সাইদুর রহমান সরকার,সাংগঠনিক সম্পাদক মো: রাসেল হাওলাদার, আনোয়ার হোসেন ডাবলু, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, মো: রিপন ভূইয়া প্রমূখ।

এ ছাড়া মে দিবসের আলোচনা সভায় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। প্রবাসে কর্মরত অবস্থায় বিভিন্ন সময় দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

উপরে