শিরোনাম
বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে এনডিবি যেসব দেশ যোগাযোগ করেছে, তাদের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা শিগগির: ট্রাম্প গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত টেলিগ্রামকে রাশিয়ার ৮০ হাজার ডলার জরিমানা ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 May, 2019 19:55

মালয়েশিয়ায় শ্রমিকদের সঙ্গে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় শ্রমিকদের সঙ্গে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
আহমাদুল কবির, মালয়েশিয়া :

মালয়েশিয়ায় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ।

রোববার সকালে মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যে সিমুনিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

মতবিনিময়ের সময় সেন ইপ ফানির্চার ফ্যাক্টরিতে কর্মরত ৭০০ বাংলাদেশি শ্রমিক মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মন্ত্রী তাদের অভিযোগ-অনুযোগ শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সেন ইপ কোম্পানির ডিরেক্টর লিমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেন, প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রবাসীদের কল্যাণে প্রবাসী ব্যাংক চালু করা হয়েছে। এ ব্যাংকের মাধ্যমে যারা বিদেশ গমন করতে চান তাদের লোনের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যবস্থা রয়েছে; যাতে স্বল্প খরচে বিদেশ গমন করতে পারেন। প্রবাসীদের ছেলেমেয়ে যাতে স্বল্প খরচে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও করেছেন প্রধানমন্ত্রী।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রতিটি ইউনিয়ন পর্য়ায়ে হেল্পলাইনের ব্যবস্থা করছে। এছাড়া প্রবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে ইউনিফরম পরিহিত টিম থাকবে। কোনো সমস্যা হলে তাদের আপনাদের অভিযোগের কথা বলবেন।

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে আমার মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা।

কোনো অভিযোগ থাকলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, সারা বিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখার দায়িত্ব যেমন সরকারের, তেমনি আপনাদেরও। সব প্রবাসীর সম্পদের সুরক্ষা ও নানাবিধ অসুবিধা দূরীকরণে শেখ হাসিনার সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

মন্ত্রী আরো বলেন, দেশের সম্মান বজায় রেখে যে দেশে বসবাস করছেন সে দেশের আইন মেনে চলুন। আপনাদের ব্যবহারে কর্মক্ষেত্রে আপনাদের সম্মানের পাশাপাশি দেশের সম্মান বাড়বে।

মতবিনিময়কালে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, দ্বিতীয় সচিব শ্রম ফরিদ আহমদসহ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।