শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 July, 2019 02:50

মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশিসহ ৫২৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশিসহ ৫২৫ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ৩০০ বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পুডু ও কোতারায়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাসী বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।

রোববার সাপ্তাহিক ছুটিতে কুয়ালালামপুর ও আশপাশের এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কাজে কোতারায়া, পুডু, চোকিট ও বুকিত বিনতাং এলাকায় ভিড় জমান। 

স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় কোতারায়ার জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকায় ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট বিভাগ।

দীর্ঘ সময় ধরে পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ৩০০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

খাইরুল দাজাইমি বলেন, আটককৃতদের কাছে বৈধ কোনও নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে আরও ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাম্প্রতিক সময়ের ধরপাকড়ে পুরো মালয়েশিয়া জুড়ে প্রবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চলমান এ ধরপাকড়ে অবৈধদের পাশাপাশি বৈধরাও হয়রানির শিকার হচ্ছে।

উপরে