শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 September, 2019 21:21

কমিউনিটির ভালবাসায় শিক্ত বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া

কমিউনিটির ভালবাসায় শিক্ত বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া
প্রেসক্লাবের প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটছেন, মালয়েশিয়া রয়েল পরিবারের সদস্য ওয়াই এম টুংকু দাতু, ড. হিশাম উদ্দিন জাইজি বিন ওয়াই এ এম টুংকু আজমান শাহ আল-হাজ¦।

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: ‘তথ্য সেবা ত্যাগ ও মানব কল্যাণে’র স্লোগানে অগ্রযাত্রার দুই বছর পূর্ণ করে তৃতীয় বছরে পা রেখেছে "বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া"।
সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার খবর প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের বাংলাদেশীদের কাছে তুলে ধরার জন্যই বহু কন্টকময় প্রেক্ষাপট পেরিয়ে একঝাক উদিয়মান নির্ভিক মিডিয়া কর্মীর সমন্বয়ে দুই বছর পূর্বে গঠন করা হয় "বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া"।
২৯ সেপ্টেম্বর রবিবার কুয়ালালামপুর হোটেল কন্টিনেন্টাল এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্টানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধূরী, মালয়েশিয়া রয়েল পরিবারের সদস্য ওয়াই এম টুংকু দাতু, ড: হিশাম উদ্দিন জাইজি বিন ওয়াই এ এম টুংকু আজমান শাহ আল-হাজ¦, ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক, মো: শহিদুল আহসান, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী, মোহাম্মদ মন্জুরুল ইসলাম, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর(২য়) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, রাজনৈতিক, সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির সকল স্থরের নেতৃবৃন্দ।


এ সময় বিশিষ্টজনের উপস্থিতিতে প্রেস ক্লাবের ২০১৯-২০২১ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়। বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার কার্যনির্বাহী কমিটিতে মনির বিন আমজাদ সভাপতি ও বশির আহমেদ ফারুক সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আহমাদুল কবির, সহ-সভাপতি যথাক্রমে শেখ সেকেন্দার আলী, জাকির আহম্মেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, শাহাদাত হোসেন ও কাজী আশরাফুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শেখ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবির উদ্দিন।
নির্বাহী সদস্যরা হলেন,এম ফরহাদ হোসেন, আশরাফুল মামুন, আব্দুস সামাদ, মোহাম্মদ আল-আমিন, সাবেকুন নাহার তানিয়া, আমির উদ্দিন ও এম এ সুমন।
এ ছাড়া প্রেসক্লাব অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হয়েছেন, গোলাম রাব্বানী রাজা, মোহাম্মদ আলাউদ্দিন সিদ্দিকী, খন্দকার মোস্তাক আহম্মেদ, মোহাম্মদ আবুল হাসনাত, মাজহারুল ইসলাম ।

 

উপরে