শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 October, 2019 14:06

সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরুন: মেয়র আরিফ

সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরুন: মেয়র আরিফ
মালয়েশিয়া প্রতিনিধি :
সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

১৭ অক্টোবর স্থানিয় সময় সকাল ১১ টায় বাসমতি রেষ্টুরেন্টে মতবিনিময়কালে জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ আহবান জানান তিনি।

মতবিনিময়ে এসোসিয়েশনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতারা। এসময় মেয়র মনযোগসহকারে শুনে ভূয়শী প্রশংসা করেন এবং প্রবাসে সিলেটের ইতিহাস- ঐতিহ্য, কৃষ্টি-কালচার বেশি করে জানান দেয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি সোনাহর আলী খান রশিদ, সহ সভাপতি মো: মহসিনুল কুদ্দুছ, সাধারন সম্পাদক সাংবাদিক আহমাদুল কবির, সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক , সহ সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ খান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান পারুল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ অক্টেবর মালয়েশিয়ায় তিনদিন ব্যাপী ‘এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম’ আন্তর্জাতিক সম্মেলন শেষে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ক্রেষ্ট প্রদান করেন।

উপরে