শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 December, 2019 19:42

আবারও আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

আবারও আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আবারও সমকামিতার অভিযোগ উঠেছে। ৭২ বছর বয়সী এই রাজনৈতিক নেতার সহকারী তার বিরুদ্ধে সমকামিতা ও যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠল। এর আগে ১৯৯৮ সালে প্রথমবারের মতো তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠে।
মুহাম্মদ ইউসুফ রাওথার নামের সাবেক এক গবেষক আনোয়ারের ব্যক্তিগত কার্যালয়ের কর্মরত ছিলেন। বুধবার তিনি এই নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ সামনে আনেন। তিনি অভিযোগ করেছেন যে, সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার কাছ থেকে যৌন সুবিধা পেতে চেয়েছিলেন। এমনকি কুয়ালালামপুরের বাসায় আনোয়ার ইব্রাহিম তাকে যৌন হয়রানির চেষ্টা চালান।
প্রায় এক বছরেরও বেশি সময় আগে এ ঘটনা ঘটে। এতদিন পর এ ঘটনা প্রকাশ্যে এলো। মুহাম্মদ ইউসুফ এতদিন পর কেন এ প্রতিবেদন প্রকাশ করলেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।
তবে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। বিশেষ করে আনোয়ার ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আজমিন আলির মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ের মধ্যেই এমন ঘটনা ঘটল।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সমকামিতাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। কোনো ব্যক্তি এ অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে বেত্রাঘাত এবং ২০ বছরের মতো সাজা ভোগ করতে হয়।

উপরে