শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 January, 2020 19:11

ভঙ্গুর দশায় মালয়েশিয়ার কর্মসংস্থান: আতঙ্কে বিদেশি কর্মীরা

ভঙ্গুর দশায় মালয়েশিয়ার কর্মসংস্থান: আতঙ্কে বিদেশি কর্মীরা
আহমাদুল কবির, মালয়েশিয়া :

মালয়েশিয়ায় চলছে সর্বত্র চলছে অভিবাসন বিভাগের অভিযান। দেশটির সরকারের বেধেঁ দেয়া সাধারন ক্ষমার মেয়াদ গেলো বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পরপরই রাজধানী শহর সহ প্রতিটি প্রদেশে অবৈধ অভিবাসীদের আটক করতে শুরু করেছে অভিযান। 

চলতিমাসের শুরু থেকে  অভিবাসন বিভাগের অভিযানে এ পর্যন্ত প্রায় ৩ শতাধিক অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ বিদেশিদের কারনে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে যা শুধু জাতীয় ও সীমান্ত নিরাপত্তাকেই বিঘ্নিত করে না বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর ব্যপক প্রভাব ফেলছে। স্বরাষ্ট্র মন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিনের ঘোষণা অনুযায়ি আগামী পাঁচ বছরের মধ্যে অবৈধ শ্রমিক বা অভিবাসীদের বিতাড়নে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ । 

এ ভঙ্গুর পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সে দেশে কর্মরত বৈধ-অবৈধ বিদেশি কর্মীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলাদেশি কর্মী এ প্রতিবেদককে বলেন, আমার বৈধ কাগজ পত্র থাকা সত্বেও কাজে যেতে ভয় পাচ্ছি। কারন আমি যে প্রজেক্টে কাজ করি সে পজেক্টে গত শুক্রবার ইমিগ্রেশন পুলিশ অভিযান চারিয়ে বৈধ-অবৈধ প্রায় ৪০ জনকে আটক করেছে। ভাগ্য ভাল ওইদিন আমি কাজে যাইনি। এমনটিই বলছিলেন বৈধ কাগজ পত্র থাকা একজন বাংলাদেশি শ্রমিক।

এদিকে মালয়েশিয়ায় বর্তমানে ৭ লাখ ৫০ হাজার কর্ম সংস্থান খালি রয়েছে। কাজের লোক খোঁজে পাওয়া যাচ্ছেনা। এমনটিই স্থানীয় সাংবাদিকদের বলছিলেন মানব সম্পদমন্ত্রী এম কুলা সেগারান। 

মন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে প্রায় ১০ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার। সম্প্রতি মানব সম্পদ মন্ত্রী ইঙ্গতি দিলেন, বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিয়োগ করবেন। এ খবরে সেদেশে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। 

মন্ত্রী বলেন, দেশে বিশেষত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) ক্ষেত্রে চাকরির সুযোগগুলি খুব ব্যাপক। 

মানব সম্পদ মন্ত্রনালয় (এমওএইচ) অবিচ্ছিন্নভাবে মালয়েশিয়ানরা শিল্প বিপ্লব ৪.০ (আইআর ৪.০) এর সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে যে দক্ষতা অর্জন করেছে এবং দক্ষতা অর্জন করতে পারে তা নিশ্চিত করার জন্য ক্রমাগত চিন্তাভাবনা করে কাজ করে চলেছে।

মানব সম্পদমন্ত্রীর উদ্বিৃতি দিয়ে মালয়েশিয়ার হারিয়ান মেট্রোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, সে দেশে বর্তমানে ২ লাখ ৫০ হাজার কলেজ ইউনিভার্সিটি পড়–য়া শিক্ষিত বেকার রয়েছে। তারা মূলত উচ্ছমানের চাকরি খোঁজছে। আর কোম্পানি গুলো নিয়োগ দেয়ার ব্যাপারে সতর্ক। কোম্পানি চায় দক্ষতা। 

মানব সম্পদমন্ত্রী বলছেন, বর্তমানে মালয়েশিয়ায় ২০ লাখের অধিক বৈধ বিদেশি কর্মী রয়েছেন । সবাই কাজ করছে। কেউ বেকার নেই। তার পরেও ৭ লাখ ৫০ হাজার কর্ম খালি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কর্ম খালি রয়েছে কৃষি খাতে। ২য় স্থানে রয়েছে কন্সট্রাকশন । এতে প্রায় দুই লাখের অধিক শ্রমিক সংকট রয়েছে। 

এ ছাড়া সার্ভিস সেক্টও, ক্লিনার, থ্রিডি এবং ময়লা আবর্জনা যুক্ত যে কাজগুলো রয়েছে মূলত একাজ গুলো মূলত বিদেশি কর্মীরা করে থাকেন। এ কাজগুলো মালয়েশিয়ান নাগরিকরা করতে চায়না।

উপরে