শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 January, 2020 13:52

মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে সিঙ্গারস অফ লাইফ

মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে সিঙ্গারস অফ লাইফ
আহমাদুল কবির, মালয়েশিয়া :

মালয়েশিয়ার ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশীদের নিয়ে প্রথম গানের প্রতিযোগিতা এমএম লাইভ সিঙ্গারস অফ লাইফ ২০২০ এর ফিনালে অনুষ্ঠান।

চার মাসের যুদ্ধ শেষে ২৬ জানুয়ারি রোববার জমকালো আসরে  বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হলেন বগুড়ার সোহান। প্রথম রানারআপ হয়েছেন ঢাকার অর্থী, দ্বিতীয় রানারআপ কলকাতার সৌমিনী। জুড়ি পুরষ্কার পেয়েছেন সিঙ্গাপুরের প্রতিযোগী আনোয়ার।

আসরে পারফর্ম করেন সর্বশেষ ১৫ প্রতিযোগী মিনা, নাজনিন, লোকমান, মোশারফ, তানিয়া, রায়হান, পান্থ, রশিদ, জহির, মহসিন ও মেনন। পারফর্মেন্স বিবেচনায় বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকরা। বিচারকের আসনে ছিলেন মোঃ খুরশিদ আলম, ইলিয়াস কাঞ্চন ও সজীব কুমার দাশ। বাছাই পর্বে বিচারক হিসেবে ছিলেন আহমদ উবাইদুস সামি ও ফারহা নাজিয়া সামি।  

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি উদ্বোধন করনে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম ও শ্রম কাউন্সিলর মোঃ হেদায়োতুল ইসলাম মন্ডল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এমএমলাইভের প্রধান নির্বাহী জাফর ফিরোজ। সঙ্গীত পরিচালক ছিলেন তামিম রিফাত, প্রডাকশন ম্যানেজার ছিলেন কাজী রূম্পা রহমান, ডিরেক্টর অফ ফটোগ্রাফিতে ছিলেন জাহিদুল ইসলাম শুভ, ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন জাইমা জাহিন নিধি।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন-এমএম গ্রুপের চেয়ারম্যান মামুন বিন আব্দুল মান্নান , মালয়েশিয়ান চলচ্চিত্র পরিচালক হারিথ হারুন, মাশা ইউনিভার্সিটির প্রফেসর ডা: মোহাম্মদ আবুল বাসার, কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন, হামকো গ্রুপের ডিরেক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, ভেলুর মার্কেটিং এক্সিকিউটিভ সামসুল আলম শিকদার, ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ডঃ মাহমুদুর রহমান, ইউএস বাংলা এয়ার লাইন্স এর অপারেশন ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, রাশেদ বাদল ও শাহিন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক মোঃ খুরশিদ আলম, ইলিয়াস কাঞ্চন, সজীব কুমার দাশ, আহমদ উবাইদুস সামি ও ফারহা নাজিয়া সামি।  

গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করেছেন ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন দিতি সরকার ও রুনা রহমান এবং মালয়েশিয়ান শিল্পী নূর আজওয়া। 

এবারের এমএম লাইভ সিঙ্গারস অফ লাইফ ২০২০ এর চ্যাম্পিয়ন পেয়েছে ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (২ লাখ টাকা)। পুরস্কার ছাড়াও এমএম লাইভ থেকে গান ও সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান প্রকাশ করা হবে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ এবং জাইমা জাহিন নিধি।

প্রবাসী বাংলাদেশীদের প্রতিভা বিকাশ এবং বিনোদনের জন্য বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এমএম লাইভ। সার্বিক সহযোগিতায় ছিলেন এমএম গ্রুপের চেয়ারম্যান মামুন বিন আব্দুল মান্নান ও এমএমলাইভ এমএম গ্রুপের একটি প্রতিষ্ঠান।

উপরে