শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 March, 2020 13:30

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মহিউদ্দীনের শপথ, মাহাথিরের প্রত্যাখ্যান

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মহিউদ্দীনের শপথ, মাহাথিরের প্রত্যাখ্যান
আহমাদুল কবির, মালয়েশিয়া :

অবশেষে মালয়েশিয়ার রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটেছে। অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মুহিদ্দীন ইয়াসিন। রোববার সকালে শপথ নিয়েছেন তিনি।

রাজার রাজ প্রাসাদে শপথ বাক্য পাঠ করান রাজা আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ আল-সুলতান আবদুল্লাহ ফেডারেল সংবিধানের ৪০ (২) (ক) এবং ৪৩ (২) (ক) অনুসারে মহিউদ্দিনকে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। মুহিউদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান ও ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের ডেপুটি প্রেসিডেন্ট তিনি। জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীও। ১৯৭৮ সালে পাগোহ থেকে প্রথম তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। 

এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মুহিউদ্দিন ইয়াসিন ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও নাজিব রাজ্জাকের দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশন এর ডেপুটি প্রেসিডেন্ট ও তাদের জোট ন্যাশনাল বরিসনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন।

শপথ অনুষ্টানের আগের দিন শনিবার রাতে তুন ডাঃ মাহাথির মোহাম্মদ বলেছেন, পাকাতান হরপান শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না। যোগ করেছেন যে রাজা তাকে আর দেখতে পাবেন না।

শনিবার দুপুরে মহিউদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে রাজা ঘোষণা দিয়েছেন, এমন সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রাতে বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ দাবি করলেন তিনিই সংখ্যাগরিষ্ঠ। শুধু তাই নয়, ২২২ এমপির মধ্যে ১১৪ জনের একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি। নিজের টুইটারে এই তালিকা প্রকাশ করেন মাহাথির।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডাঃ মাহাথির বলেছেন, তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন ভুল করে ঘোষণা করেছিলেন যে তাঁর পিছনে ১১৪ জন সংসদ সদস্য রয়েছেন, যখন তাদের মধ্যে ছয়জন প্রকৃতপক্ষে ডাঃ মাহাথিরের সমর্থক ছিলেন। আমানাহ নেগ্রাহর সহ-সভাপতি দাতুক সেরি সালাহউদ্দিন আইউব বলেছেন, ২২২ এমপির মধ্যে ১১১ জন্য এরই মধ্যে ড. মাহাথিরের পক্ষে সই করেছেন। আরও তিনজন মৌখিক সমর্থন দিয়েছেন। “সুতরাং আমাদের ১১৪ টি রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংখ্যা ঘোষণা করব এবং বলব যে পূর্ববর্তী ঘোষিত সংখ্যাটি বিভ্রান্তিকর ছিল,” তিনি যোগ করেন যে এই গ্রুপের অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে তন শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের শপথ অনুষ্ঠান বন্ধ করার কোনও ইচ্ছা ছিল না।

ডাঃ মাহাথির ওয়ারিশান, উপকো, জিবিএস এবং সেলেঙ্গাউ এমপি বারু বিয়ান সহ চার স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থনও পেয়েছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

এর আগে মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মুহিদ্দীন ইয়াসিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।

এদিকে, পদত্যাগের পর গত বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের সময় মাহাথির জানিয়েছিলেন যে, তিনি দু'বছর পরই ক্ষমতা ছেড়ে দেবেন। সে অনুযায়ীই গত সোমবার পদত্যাগ করেন তিনি।

তবে আবারও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করায় মাহাথিরের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিম। এর আগে জোটের পক্ষ থেকে ইব্রাহিমকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। 

শুক্রবার পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আরিফ ইউসুফও মাহাথিরের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। আর মাহাথিরের নিজের দল বারসাতুর চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মুহিদ্দীন ইয়াসিনের নাম ঘোষণা করা হয়।

এর আগে রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন। বিগত দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম।

মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। কিছুদিন ক্ষমতায় থেকে আনোয়ার ইব্রাহীমের হাতে ক্ষমতা অর্পণ করবেন এমন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেননি মাহাথির।

উপরে