শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 March, 2020 13:25
মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৫

বিমান বন্দরে কঠোর নিরাপত্তা, বন্ধ করে দেয়া হয়েছে ই-গেট

বিমান বন্দরে কঠোর নিরাপত্তা, বন্ধ করে দেয়া হয়েছে ই-গেট
আহমাদুল কবির, মালয়েশিয়া :

করোনা ভাইরাস সংক্রমণে কাঁপছে  সারা বিশ্ব। একে একে প্রতিটি দেশে প্রবেশ করছে এই মরণব্যাধি ভাইরাস। করোনা নিয়ন্ত্রণে বিশ্বের সকল দেশ নিয়েছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ।

এ দিকে মালয়েশিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে এর আগে চীনের উহান ও হুবেই প্রদেশের বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দেশের সকল চেক পয়েন্ট ও বিমানবন্দর গুলোতেও গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এর মহাপরিচালক দাতুক খাইরুল জাইমি দাউদ ও ইমিগ্রেশনের সুরক্ষা ও পাসপোর্ট বিভাগের প্রধান দাতুক মোহাম্মদ জুলফিকার আহমদ স্বাক্ষরিত এক নোটিশে মালয়েশিয়ার সকল ইমিগ্রেশনের পরিচালকদের জানানো হয়েছে, মালয়েশিয়ার সকল অটোগেইট লেন, ন্যাশনাল এনফোর্সমেন্ট এন্ড রেজিষ্ট্রেশন বায়োমেট্রিক সিস্টেমের (এনআরএস) এবং ই-গেইট অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম বন্ধ করার বিষয়ে একমত পোষণ করার কথা বলা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই সকল ই গেইট ও অটোমেটিক গেইট আগামী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দাতুক খায়রুল দাজাইমি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলার জন্য একটি অতিরিক্ত ব্যবস্থা হিসাবে আমরা সকল অটোমেটিক এবং ই-গেটগুলি অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি।

এই পদক্ষেপের ফলে পর্যটকদের প্রবেশে প্রভাবিত হবে না। করোনা ভাইরাসের মোকাবেলায় কঠোর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এটি বন্ধ করা হয়েছে বলে তিনি জানান।

এ দিকে মালয়েশিয়ায় নতুন করে আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। ৫ মার্চ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নূর হিশাম আব্দুল্লাহ সাংবাদিকদের বলেছেন, মালয়েশিয়ায় মোট ৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ জন।

৩ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নূর হিশাম আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে বৈঠক করেন। কোভিড-১৯ ঠেকাতে অরোও শক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বাভাবিক জীবনযাপন করতে মাশয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে।

উপরে