ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ মিছিল
ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মালয়েশিয়ান মুসলিম নাগরিকরা। শুক্রবার জুমার নামাজ শেষে এই বিক্ষোভ হয়।
মুসলিম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলে মহিলারাও যোগ দেন।
মিছিলের নেতৃত্ব দেন মালয়েশিয়া ইসলামী দলের সিনিয়র নেতারা। এ সময় তাদের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন রকমের প্ল্যাকার্ড,ব্যানার, ফেস্টুন, মোদির ছবি আঁকা এবং তার বিরুদ্ধে গণহত্যা মূলক বিভিন্ন চিত্র। রাজধানী কুয়ালালামপুর ছাড়াও প্রাদেশিক শহরে জুমার নামাজ শেষে ভারতের বর্তমান বিজিবি সরকার, প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এবং তার আগ্রাসী মনোভাব, মুসলমান নির্যাতনের চিত্র তুলে ধরেন বিক্ষোভ কারিরা।
এ সময় পথ সভায় বক্তারা ভারতে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এবং সম্প্রীতির কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান ভারতের বিজেপি সরকার উপমহাদেশে মুসলমানদের বিরুদ্ধে যেভাবে জলুম ও নির্যাতন চালাচ্ছে এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় ভবিষ্যতে তারা মুসলমানদের উপর আরো গণহত্যা চালাবে। সকল মুসলিম দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসী বিজেপি সরকারকে প্রতিহত করার আহবান জানিয়েছেন তারা।