মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশী গ্রেপ্তার
বন্ধুকে মুক্ত করতে পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯টায় মালয়েশিয়ার সেলাংগরে।
সেলাংগরের হুলু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশাদ কামারুদ্দিন জানান, অবৈধ সিগারেট বিক্রির অপরাধে শুক্রবার রাত সাড়ে ৯টায় একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
শনিবার (১৪ মার্চ) ৩২ বছর বয়সী এক বাংলাদেশি তার বন্ধুর মুক্তি সম্পর্কে আলোচনা করতে এসেছিলেন। পুলিশ তখন আটক বাংলাদেশির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানায়। উপায় না পেয়ে বাংলাদেশিকে মুক্ত করার জন্য ঘুষের প্রস্তাব দেন। পুলিশ তাকে সতর্ক করে দিয়েছিল যে এই জাতীয় ঘটনা আরেকটি অপরাধ।
সতর্ক করার পরেও পুলিশকর্মীকে নগদ অর্থ দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করলে পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫ হাজার মালয় রিংগিত উদ্ধার করে পুলিশ। তবে গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।