শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 May, 2020 02:53

মালয়েশিয়ায় রোজাদার স্বাস্থ্যকর্মীর মহানুভবতা সামাজিকমাধ্যমে ভাইরাল

মালয়েশিয়ায় রোজাদার স্বাস্থ্যকর্মীর মহানুভবতা সামাজিকমাধ্যমে ভাইরাল
আহমাদুল কবির, মালয়েশিয়া :

সামাজিকমাধ্যম ফেইসবুকে মালয়েশিয়ার এক রোজাদার স্বাস্থকর্মীর মহানুভবতার একটি ছবি ভাইরাল হয়েছে। গত শনিবার সোস্যাল মিডিয়া ফেইবুকে আপলোড হওয়ারপর থেকে সমানে পড়ছে লাইক কমেন্ট্ শেয়ার। এ পর্যন্ত পোস্টটিতে ৪৪ হাজার লাইক, মন্তব্য পড়েছে প্রায় দু হাজার, সেইসঙ্গে সমানে চলছে শেয়ার।

ওই ছবিতে দেখা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে এক বৃদ্ধা রোগীকে করোনা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন ওই চিকিৎসাকর্মী।

মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহা পরিচালক ডা. নুর হিসাম আবদুল্লাহ শনিবার তার ফেসবুক পেজে ওই ঘটনার একটি ছবি পোস্ট করেন।

তিনি লিখেছেন, জাতিগত বা ধর্মীয় সীমানা ছাড়াই মানবজীবনকে সতর্কতার সঙ্গে চিকিৎসা করা। আমাদের স্বাস্থ্য পরিদর্শক শাহির রাজালী এই প্রবীণ চীনা আন্টিকে কোভিড পরীক্ষার জন্য কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। রোজা রেখে পিপিই স্যুট পড়ে মানুষের সেবা করছে, তোমারাই আমাদের হিরো।

ছবিটিতে দেখা যায়, এক স্বাস্থ্যকর্মী পিঠে করে এক বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন। আর তাদের সঙ্গে আর এক স্বাস্থ্যকর্মী, যিনি ওই নারীর ওয়াকারটি নিয়ে হাঁটছেন পাশে পাশে। দুই স্বাস্থ্য কর্মীই পিপিই পরে রয়েছেন।

যে স্বাস্থ্যকর্মী বৃদ্ধাকে পিঠে করে করোনা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন তিনি রোজা ছিলেন বলে জানা গেছে। কিন্তু সেই অবস্থাতেই বৃদ্ধাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার দরকার পড়ে। কোনো যানবাহন না থাকায় শেষমেশ নিজের পিঠেই তুলে নেন বৃদ্ধাকে।

উপরে