শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 May, 2020 17:24

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কমিয়ে স্থানীয়দের স্বাস্থ্য সুরাক্ষা চায় এমটিইউসি

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কমিয়ে স্থানীয়দের স্বাস্থ্য সুরাক্ষা চায় এমটিইউসি
আহমাদুল কবির, মালয়েশিয়া :

মালয়েশিয়ার স্থানীয় কর্মীদের স্বাস্থ্য সুরাক্ষা নিশ্চিত করার আহবান জানিয়েছে এমটিইউসি। পাশাপাশি বিদেশী কর্মীদের উপর নির্ভরতা হ্রাস করে স্থানীয় যুবকদের পাইকারি বাজারে কাজ করতে উৎসাহিত করার জন্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন এমটিইউসির সভাপতি আবদুল হালিম মনসুর।

১৮ মে সোমবার এক বিবৃতিতে মালয়েশিয়ার ট্রেডস ইউনিয়ন কংগ্রেস বলছে, দেশটির বৃহওম পাইকারি বাজারে (সেলায়াং পাসার) কাজ করা স্থানীয় যুবকদের বীমা ও চিকিৎসা কভারেজ নিশ্চিত করার আহবান জানিয়েছে ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
“তবে, তাদের লাভজনক বেতন দেওয়ার আগে, নিয়োগকর্তারা ভারী কাজের চাপ এবং অপ্রয়োজনীয় এবং ট্রাক চালনার ক্ষেত্রে তুলনামূলকভাবে উচ্চ ঝুঁকির কারণে বীমা এবং চিকিৎসার কাভারেজ নিশ্চিত করতে হবে।

অবশ্যই তাদের কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত আইন অনুসারে সুরক্ষিত থাকতে হবে।

এদিকে ১৩ মে বুধবার, ফেডারেল টেরিটরিজ মন্ত্রী আনোয়ার মুসা প্রস্তাব করেছিলেন, স্থানীয় যুবকদের প্রতি মাসে ২,৪০০ রিঙ্গিত বেতন দিয়ে বাজারে চাকরি দেওয়া হবে, কারণ বিদেশীদের আর সেখানে কাজ করার অনুমতি নেই।

আবদুল হালিম মনসুর বলেন, সরকারী এজেন্সিগুলি স্থানীয় শ্রমিক নিয়োগের আগে নিয়োগকর্তাদের আইনী প্রয়োজনীয়তা সম্পর্কে ব্রিফ করতে হবে।

কুয়ালালামপুর ভেজিটেবল হোলসিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াং কেনং ফ্যাট বলেছেন, বিদেশিদের এখন আর প্রতিদিনের বাজার এবং পাইকারি বাজারে কাজ করার অনুমতি নেই। শূন্যপদগুলি পূরণ করতে প্রায় এক হাজার শ্রমিকের প্রয়োজন ছিল।

“বর্তমান মজুরির হার প্রতিদিনের  ১০০ থেকে ১২০ রিঙ্গিতের মধ্যে রয়েছে, সপ্তাহে তিন দিন, সকাল আটটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিনের আট ঘন্টা কাজ চলবে।

তিনি বলেন,“এখন আমাদের প্রধান সমস্যা হ'ল অনেক স্থানীয় শ্রমিক দীর্ঘস্থায়ী হয় না। অনেকে সাক্ষাত্কারের জন্য এসেছিল এবং চাকরি চেয়েছিল, কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টা কাজ করার পরেও কেউ কেউ পালিয়ে যায়।

উপরে