শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 June, 2020 18:07

আওয়ামীলীগের বর্ষীয়ান তিন নেতার মৃত্যুতে মালয়েশিয়ায় শোকসভা

আওয়ামীলীগের বর্ষীয়ান তিন নেতার মৃত্যুতে মালয়েশিয়ায় শোকসভা
আহমাদুল কবির, মালয়েশিয়া :

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক সভা করেছে মালয়েশিয়া আওয়ামীলীগ।

বৃহস্পতিবার ১৮ জুন রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও কামরুজ্জামান কামালের সঞ্চালনায় শোক সভায় বক্তারা বলেন, প্রয়াত তিন নেতাই আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে গেছেন। তাদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

বিএনপি-জামায়াতের স্বৈরাচারী গণবিরোধী শাসনের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী সাহসী ভূমিকার জন্য প্রয়াত তিন নেতা চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

মোনাজাতে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা সওকত হোসেন পান্না, আওয়ামীলীগ নেতা, জসিম উদ্দিন চৌধুরী, দাতো আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) এ আর সোহাগ, কুয়ালালামপুর মহানগর আওয়ামিলীগের সভাপতি এ আর মামুন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, সহ সভাপতি আরজু আহমেদ, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সরকার, মো: রাজিব আহমেদ,আক্তার হোসেন, সাচ্চু মিয়া প্রমূখ।

উপরে