শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 24 June, 2018 01:36

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সময় অপচয় ছাড়া কিছু নয় : আসাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সময় অপচয় ছাড়া কিছু নয় : আসাদ
মেইল ডেস্ক :

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। কারণ তারা আমেরিকার প্রেসার গ্রুপগুলোর হাতে জিম্মি।

শুক্রবার রাশিয়ার এনটিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

আসাদ বলেন, ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার আলোচনা শুরু হওয়ার পর থেকে দামেস্ক এখন পর্যন্ত কিছু পায়নি। কারণ মার্কিন প্রেসিডেন্টরা দেশটির বিভিন্ন লবি, বৃহৎ গণমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠান এবং তেল ও অস্ত্র কোম্পানিগুলোর মতো নানা প্রেসার গ্রুপের হাতে জিম্মি হয়ে রয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশের চলমান সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এমন যে কোনো পক্ষ ও দেশের সঙ্গে আলোচনায় বসতে দামেস্কের আপত্তি নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু সিরিয়ার ব্যাপারে বিদ্বেষী নীতি পোষণ করে, কাজেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করে সময় নষ্ট করার অর্থ হয় না। সিরিয়ার ব্যাপারে অদূর ভবিষ্যতে আমেরিকার নীতিতে পরিবর্তন আসার কোনো লক্ষণ নেই বলে জানান প্রেসিডেন্ট আসাদ।

তারা আমেরিকান বলেই তাদের সঙ্গে আলোচনা করতে হবে, এমনটি মানছেন না বাসার আল আসাদ। তিনি বলেন, সেক্ষেত্রে যাদের সঙ্গে আলোচনা করলে ফল আসবে, তাদের সঙ্গে বসতে আমরা প্রস্তুত রয়েছি।

উপরে