যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সময় অপচয় ছাড়া কিছু নয় : আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। কারণ তারা আমেরিকার প্রেসার গ্রুপগুলোর হাতে জিম্মি।
শুক্রবার রাশিয়ার এনটিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
আসাদ বলেন, ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার আলোচনা শুরু হওয়ার পর থেকে দামেস্ক এখন পর্যন্ত কিছু পায়নি। কারণ মার্কিন প্রেসিডেন্টরা দেশটির বিভিন্ন লবি, বৃহৎ গণমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠান এবং তেল ও অস্ত্র কোম্পানিগুলোর মতো নানা প্রেসার গ্রুপের হাতে জিম্মি হয়ে রয়েছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশের চলমান সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এমন যে কোনো পক্ষ ও দেশের সঙ্গে আলোচনায় বসতে দামেস্কের আপত্তি নেই।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু সিরিয়ার ব্যাপারে বিদ্বেষী নীতি পোষণ করে, কাজেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করে সময় নষ্ট করার অর্থ হয় না। সিরিয়ার ব্যাপারে অদূর ভবিষ্যতে আমেরিকার নীতিতে পরিবর্তন আসার কোনো লক্ষণ নেই বলে জানান প্রেসিডেন্ট আসাদ।
তারা আমেরিকান বলেই তাদের সঙ্গে আলোচনা করতে হবে, এমনটি মানছেন না বাসার আল আসাদ। তিনি বলেন, সেক্ষেত্রে যাদের সঙ্গে আলোচনা করলে ফল আসবে, তাদের সঙ্গে বসতে আমরা প্রস্তুত রয়েছি।