শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 24 June, 2018 12:29

কাতারে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাতারে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিনিধি, মধ্যপ্রাচ্য :

উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখা।

কাতারে স্থানীয় সময় শনিবার (২৩ জুন) সন্ধ্যা রাজধানী দোহা'র একটি বাংলাদেশি রেস্টুরেন্টে সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন ও ইঞ্জিনিয়ার তানিম আহমদের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, আওয়ামীলীগ নেতা মোঃ কফিল উদ্দিন, মাহবুবুর রহমান, কাজী হাসান বিল্লাহ, মোল্লা রাজিব রাজ, সজীব দস্তগীর ও জাসদ কাতার শাখার সাধারণ সম্পাদক তৌফিক ই এলাহি চৌধুরী।

মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ ভুইঞা কোরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন।

আলোচনা অংশগ্রহণ করেন, কাতার যুবলীগ সহসভাপতি কাজী আশরাফ হোসেন, লেখক ও সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, কাতার আওয়ামীলীগের প্রচার উপকমিটির আহবায়ক আল আমিন খান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনাহার আনু সহ আরো অনেকে।

বক্তারা বলেন, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ নবাব সিরাজুরদ্দৌলা কে হত্যা করে বাংলার স্বাধীনতার ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির হাতে চলে যায়। এ স্বাধীনতা লাল সূর্য কে আবার পিড়ে আনার লক্ষে ১৯৪৯ সালে ঢাকার রোজ গাডেনে প্রতিষ্ঠা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সময়ের প্রয়োজন একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামীলীগ নাম করণ করা হয়। 

বক্তারা শ্রদ্ধার সাথে স্বরন করেন আওয়ামীলী প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী, সাধারণ সম্পাদক সামছুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, হোসেন শহীদ সারোওয়ারদী ও মহান মুক্তিযুদ্ধে নেত্রৃত্ব দেয়া জাতীয় চারনেতা তাজুদ্দিন আহমদ, শহিদ মুনছুর আলি, এ. এস. এম কামরুজ্জাম, শহীদ সামছুল ইসলামকে।

এসময় বক্তারা, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে বিজয় করতে সকল বিভাজন ভুলে গিয়ে সকলকে কাজ করার আহবান জানান।  

 


নিউইয়র্ক মেইল/কাতার/২৪ জুন ২০১৮/আকবর হোসেন বাচ্চু/এইচএম

উপরে