শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 June, 2018 19:18

এরদোগানের ঐতিহাসিক বিজয়ের কিছু পর্যালোচনা

এরদোগানের ঐতিহাসিক বিজয়ের কিছু পর্যালোচনা
বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন রিসেপ তাইয়্যেপ এরদোগান।
মেইল রিপোর্ট :

তুরস্কে রোববার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রথম নির্বাচনে প্রেসিডেন্ট পদে এরদোগান ৫২.৫ শতাংশ ভোট ও সংসদ নির্বাচনে একেপি জোট ৬০০ আসনের মধ্যে ৩৪৩ আসন পেয়ে বিজয়ী হয়। 

এরদোগান তার ১৬ বছর শাসনামলে এই প্রথম শক্তিশালী বিরোধী জোটকে মোকাবেলা করে বিজয়ী হলো। নির্বাচনে ৫,৯৩,৫৪,৮৪০ জন ভোটারের মধ্যে ৮৭.৫ শতাংশ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
 
ক্যারিশমেটিক নেতৃত্বের গুণে এরদোগানের বিজয়ের ধারাবাহিকতা
প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের ঐতিহাসিক বিজয় মূলত তার ক্যারিশমেটিক নেতৃত্বের প্রতিফলন। নির্বাচনে এরদোগান তার প্রতিপক্ষ মহররেম ইনজের চেয়ে এক কোটি সাড়ে আট লাখ বেশি ভোট পেয়েছে।

তুরস্কের প্রধান দুই শহর আঙ্কারা ও ইস্তানবুলে এরদোগান ৫০ শতাংশের ওপর ভোট পেয়েছে। যদিও লাস্ট গণভোটে এরদোগান এই দুই শহরে সামান্য ব্যবধানে পরাজিত হয়েছিল। এরদোগান তার সম্মোহনী শক্তির গুণে তার আদর্শিক ভোটের বাইরে সাধারণ জনগণকেও যে কাছে আনতে পারেন তা আবারও প্রমাণ করে দিল।

সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না একে পার্টি
সংসদে জোটবদ্ধভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও দলীয়ভাবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি একে পার্টি। সর্বশেষ ২০১৫ সালের ১ নভেম্বর নির্বাচনে ৪৯.৫০ শতাংশ ভোট ও ৫৫০ আসনের মধ্য ৩১৭ আসন পেলেও এই নির্বাচনে একে পার্টি ৪২.৫ শতাংশ ভোট এবং ৬০০ আসনের মধ্য ২৯৩ আসন পেয়েছে।

যদিও জোটভুক্ত জাতীয়তাবাদী দল (এমএইচপি) ৫০ আসন পাওয়ায় তারা ৩৪৩ আসন নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তুরস্কের অর্ধেক ভোটার-অধ্যুষিত প্রধান দুই শহর ইস্তানবুল ও আঙ্কারায় একে পার্টি গত নির্বাচনের চেয়ে ৭-৯ শতাংশ ভোট কম পেয়েছে।

দুই শহরে সিরিয়ানদের আচরণ, বিরোধী দল কর্তৃক একেপিকে দায়ি করে সিরিয়ানবিরোধী প্রচারণা এবং ফিলিস্তিন ও তুরস্কের নির্বাচন ইস্যুতে হঠাৎ করে তুরস্কের ১২ শতাংশ মুদ্রাস্ফীতি মূলত এ জন্য দায়ী বলে ধারণা করা হয়।

সিএইচপি প্রেসিডেন্ট প্রার্থী ভালো করলেও দলের ভোট কমেছে
সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী মোহররেম ইনজে এরদোগানের চেয়ে এক কোটি সাড়ে আট লাখ ভোট কম পেলেও তার ৩০.৭ শতাংশ ভোট সিএইচপির কয়েক দশকের সবচেয়ে বেশি অর্জিত ভোট।

যদিও দল হিসেবে সিএইচপি ২০১৫ সালের ১ নভেম্বর নির্বাচনে ২৬ শতাংশ ভোট পেলেও এই নির্বাচনে তা কমে ২২.৭ শতাংশ এ এসেছে। প্রেসিডেন্ট প্রার্থী বেশি ভোট পাওয়ার অন্যতম কারণ হলো কুর্দিশ এলাকায় সিএইচপি দলীয় ভোট কুর্দিশ দলকে এবং কুর্দিশ জনগণ প্রেসিডেন্ট ভোট সিএইচপি প্রার্থীকে দিয়েছে।
 
তবে তাদের আসন সংখ্যা ২০১৫ সালে ১৩৪ হলেও এবার তা বৃদ্ধি পেয়ে ১৪৬ হয়েছে। তার্কিশ হুরিয়াত পত্রিকার মতে, সাদাত পার্টির ১.৪ শতাংশ ভোট ১১ জেলায় সিএইচপির ভোটে ইফেক্ট পরায় তাদের আসন বৃদ্ধি পেয়েছে।

আসন বেড়েছে জাতীয়তাবাদী দল এমএইচপির
তুরস্কের জাতীয়তাবাদী দল এমএইচপি ২০১৫ সালে ১১.৯ শতাংশ ভোট এবং ৪০ আসন পেলেও এই নির্বাচনে ১১.১ শতাংশ ভোট এবং ৫০টি আসন পেয়েছে। তাদের দল ভেঙে যাওয়ার পরেও এমন ফলাফলে দলের নেতারা অনেক খুশি। সেই সঙ্গে তারা আগামী দিনে এরদোগানের সঙ্গে তুরস্কের সরকার পরিচালনায় অংশ নেবে।

নবগঠিত ইয়ি পার্টির অপ্রত্যাশিত বিজয়
বাম জোটের অন্যতম শরিক নবগঠিত ইয়ি পার্টির নেত্রী মেরাক আকসেনার মূলত গুলেনের প্রার্থী হিসেবে পরিচিতি পেলেও তার ৪০ আসন এবং ১০ শতাংশ ভোট সব মহলে আলোচনার জন্ম দিয়েছে। যদিও প্রেসিডেন্ট নির্বাচনে সে ৭.৫ শতাংশ ভোট পেয়েছে।

কুর্দিশ জাতীয়তাবাদী দল এইচডিপির সফলতা
অনেকে ধারণা করেছিল এই নির্বাচনে তারা সংসদে ঢুকতে পারবে না। কিন্তু শেষ মুহূর্তে সিএইচপির প্রার্থী মহররেম ইনজের সঙ্গে তাদের চুক্তির পর এই অঞ্চলের ভোটারদের একাংশ প্রেসিডেন্ট পদে সিএইচপি প্রার্থীকে এবং সিএইচপির ভোটাররা দলীয় নির্বাচনে কুর্দিশদের ভোট দেয়ায় তাদের ভোট ১০.৮০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১১.৬ শতাংশ এ উত্তীর্ণ হয়েছে। সেই সঙ্গে তারা ৬৭ আসনে বিজয়ী হয়েছে।

অপ্রত্যাশিত পরাজয় ইসলামী দল সাদাত পার্টির
সাদাত পার্টির বর্তমান চেয়ারম্যানকে নাজমুদ্দিন আরবাকানের পর সবচেয়ে মেধাবী এবং চৌকশ নেতা মনে করা হতো। নির্বাচনের আগে সাদাত পার্টি দলীয়ভাবে তাকে "জ্ঞান সম্রাট" বা তুরস্কের ভাষায় "বিলগি বাষকান" উপাধি দেয়।

তারা মনে করেছিল নির্বাচনে ৫-৭ শতাংশের ওপর ভোট পাবে। কিন্তু নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট প্রার্থী তেমেল কারামুল্লাউলু ০.৯০ শতাংশ ভোট পায়। দলীয়ভাবে সাদাত পার্টি সারা দেশে ৪ লাখ ৪১ হাজার ৪০১ ভোট পায়।

ইসলামপন্থী দলের স্বভাব পরিবর্তন করে বামদের সঙ্গে জোট করার কারণে মূলত তাদের এই পরাজয় হিসেবে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনে তাদের ভোটে ১১ জেলায় সিএইচপির আসন বাড়লেও তারা দলীয়ভাবে কোনো আসন পায়নি।

যদিও প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনের আগে সাদাত পার্টির প্রধানকে ডেকে তাদের জোটে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা তাতে সাড়া না দিয়ে বামদের সঙ্গে জোট গড়েছে।

বিদেশি ভোটে এরদোগানের বিজয়
আমেরিকা, সৌদি আরব, ইউকেসহ অনেক দেশে এরদোগান ও একেপি ব্যর্থ হলেও তার্কিশ জনসংখ্যা-অধ্যুষিত জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়াতে বিপুল ভোটে বিজয়ের কারণে অন্যদের সঙ্গে এরদোগান ও দলের ব্যবধান বেড়ে যায়।

ইউরোপের দেশগুলোতে এরদোগানের প্রচারণায় নিষেধাজ্ঞা, পুলিশ প্রটেকশনে বিরোধী দলের প্রচারণা এবং ফ্রান্সে এরদোগান সমর্থিত তার্কিশদের ওপর হামলার কারণে এরদোগানের ভোট আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে এরদোগান ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। সেই সঙ্গে তুরস্কের উন্নয়ন লক্ষ্যমাত্রা "ভিষণ ২০২৩" এর দ্বারা তুরস্কের অর্থনৈতিক, সামরিক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক শক্তি বৃদ্ধির পাশাপাশি বিশ্বদরবারে ওসমানিদের মতো তুরস্কের মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এরদোগান এবং তার দল একেপি এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে তুরস্ক আগামী দিনে ইহুদিচক্র এবং আমেরিকার দ্বারা রাশিয়া ও ইরানের মতো শক্তিশালী অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে ধারণা করছে তুরস্কের সর্বমহল।

উপরে