পরাজয় মেনে নিলেন মুহাররেম ইনচ
মুহাররেম ইনচ
মেইল রিপোর্ট :
তুরস্কের নির্বাচনে তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বি মুহাররেম ইনচ তার পরাজয় মেনে নিয়েছেন।
আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেন তিনি। এসময় তিনি পরাজয় স্বীকার করে নির্বাচনকে অন্যায্য দাবি করেন।
এছাড়াও দেশ একনায়কের মতো ভয়ঙ্কর শাসন ব্যবস্থায় প্রবেশ করলো বলেও সতর্ক বাণী দেন এ নেতা।
মুহাররেম ইনচ রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী ছিলেন। নির্বাচনে ইনচ ৩১ শতাংশ ভোট পান। অপরদিকে প্রেসিডেন্ট এরদোগান ৫২.৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।
সংবাদ সম্মেলনে ইনচ পরাজয় স্বীকার করে বলেন, আনুষ্ঠানিক ফলাফল ও তার দলের হিসাবকৃত ফলাফলে মধ্যে তেমন কোন পার্থক্য ছিল না।