শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 June, 2018 13:49

সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরাইল

সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরাইল
ইসরাইলের একটি রেল লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে
মেইল রিপোর্ট :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির পরিবহনমন্ত্রী ইসরায়েল কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। 

ইসরাইলের গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
 
চলতি সপ্তাহে এক বৈঠকে নেতানিয়াহু ও কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিষয়টিতে একমত হন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রস্তাবিত রেল প্রকল্প ইসরাইলের হাইয়ো সমুদ্রবন্দর থেকে জর্দানের রেল লাইনের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে সৌদি আরব ও কয়েকটি আরব দেশকে যুক্ত করবে।

অধিকৃত ভূখণ্ডের পশ্চিম তীরের জেনিন শহরকেও যুক্ত করবে এ রেল লাইন। ইসরাইল, সৌদি আরব ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের ভেতরে রেল লাইনের অবকাঠামো থাকায় প্রকল্পটি বাস্তবায়নে খুব কম সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

সৌদিসহ আরব দেশগুলোর সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক উন্নয়নের চাইতে এ অঞ্চলে ইসরাইলের অর্থনৈতিক ও রাজনৈতিক সংযোগ তৈরি হবে বলে কাৎজ মন্তব্য করেন।

উপরে