শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 July, 2018 02:17

ইরানের তেল বিক্রি ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র: রুহানি

ইরানের তেল বিক্রি ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র: রুহানি
মেইল রিপোর্ট :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা কখনই ইরানের তেল বিক্রি ঠেকাতে পারবে না। 

মঙ্গলবার বার্নে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এলেইন বেরসেতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

রুহানি আরও বলেছেন, মার্কিন কর্মকর্তারা ইরানের তেল বিক্রি বন্ধ করে দেয়ার যে হুমকি দিচ্ছেন তা সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী। এর মাধ্যমে মার্কিন কর্মকর্তারা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করছেন।

তিনি বলেন, এটা একেবারেই ভুল ও হঠকারী চিন্তা যে বিশ্বের সব তেল উৎপাদনকারী দেশ তেল রপ্তানি করবে আর একমাত্র ইরানই তা রপ্তানি করতে পারবে না। ইরানের অধিকার বাস্তবায়ন নিশ্চিত করা হলে তার দেশ পরমাণু সমঝোতা মেনে চলবে বলে তিনি জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ছয় জাতির পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে আসার পর থেকেই ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলে আসছেন। ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিও আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

গেলো মাসের শেষ সপ্তাহে ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, ইরান থেকে যেসব দেশ অপরিশোধিত তেল কেনে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। নভেম্বরের পর থেকে কার্যকর হবে ওই নিষেধাজ্ঞা। 

ইরান থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কেনে ভারত। ফলে চাপ আসছে ভারতের ওপরেও। চীনও এর বাইরে থাকতে পারবে না।

উপরে