কাবুলে মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলায় নিহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মন্ত্রণালয়ের অফিসের সামনে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের ওই হামলায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র হাসমত স্তানিকজই বলেছেন, গ্রাম পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় সামনে এই হামলার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, এই হামলায় হতাহতদের মধ্যে বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানাচ্ছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
গ্রাম পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ফ্রেইদুন আজহান্দ এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারী যখন অফিস শেষে বাড়ি ফিরছিলেন তখন নিরাপত্তা গেটের এই হামলা চালানো হয়।
এদিকে হামলার পরপরই হতাহতদের পরিবার তাদের আপনজনদের তথ্য জানার জন্য ঘটনাস্থলে জড়ো হন।
ঘটনাস্থলে হাজির হওয়া সাঈদ আশরাফের ছেলে মন্ত্রণালয়ের কাজ করেন। তিনি বলছিলেন, আমি এখানে আমার ছেলেকে খুঁজতে এসেছি, আমি খুবই উদ্বিগ্ন।
আশরাফ বলেন, আমি হাসপাতালে গিয়েছিলাম কিন্তু আমি তাকে সেখানে খুঁজে পাইনি। এখন তাকে খুঁজতে এখানে এসেছি, আমি আমার ছেলের মোবাইল ফোনে কল দিচ্ছি কিন্তু সেটি বন্ধ পাচ্ছি।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে জাতিসংঘ জানায় আফগানিস্তানে চলতি বছর বেসামরিক লোকের নিহতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।