ইসরাইলী বিমান হামলা, ফিলিস্তিনের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলার পর ফিলিস্তিনের প্রতিরোধ সংস্থা হামাস লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সংস্থাটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণ বিক্ষোভ চালিয় যাবে।
হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এ ঘোষণা দেন।
তিনি বলেন, ফিলিস্তিনি জাতি কখনোই মাসজিদুল আকসার ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে না। এই পবিত্র শহরসহ অধিকৃত সব ভূমির মালিক ফিলিস্তিনি জনগণ এবং তারা একদিন তাদের দেশ হুদিবাদী দখলদারদের হাত থেকে মুক্ত করবেই।
ইসমাইল হানিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়াসহ ফিলিস্তিনিদের সব দাবি মেনে না নেয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ চলবে।
ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার কাজ চালিয়ে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার প্রত্যয় থেকে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে আনা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
গত শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন অবস্থানে ইসরাইলি জঙ্গিবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়।
এর একদিন পর ইসমাইল হানিয়া ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।