শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 21 July, 2018 16:31

বিধ্বস্ত সিরিয়ায় ফিরছে জীবনের স্পন্দন

বিধ্বস্ত সিরিয়ায় ফিরছে জীবনের স্পন্দন
যুদ্ধশেষে ফিরছে মানুষ
মেইল রিপোর্ট :

সিরিয়ার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী নগরী হারাসতায় দ্রুত জীবনের স্পন্দন ফিরছে। সিরিয় সরকার নগরীতে দ্রুত সংস্কার শুরু করার মাধ্যমে সেখানে জীবনের স্পন্দন দ্রুত ফিরতে শুরু করেছে।
 
দামেস্কের গ্রামাঞ্চলে পূর্ব ঘৌতার কাছে এ নগরী অবস্থিত। কয়েক মাসব্যাপী রুশ-মদদপুষ্ট সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্য দিয়ে গত মার্চে মুক্ত হয় এ নগরী।

রাজধানীর কাছাকাছি হওয়ায় পূর্ব ঘৌটা ২০১১ সাল থেকেই বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তৎপরতার আস্তানা হয়ে উঠেছিল। নগরীর আড়াই লাখ অধিবাসীর মধ্যে মাত্র দেড় হাজার সে সময়ে এখানে ছিল।

মুক্ত নগরীতে অধিবাসীদের ফিরে আসার খবর দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক ভাবে প্রকাশিত হতে শুরু করেছে। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির একটি খবরে এ বিষয়টি তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, ভাঙ্গাচোরা ঘরবাড়ি থেকে ময়লা আবর্জনা সরানোর কাছে তৎপর হয়ে উঠেছে ফিরে আসা অধিবাসীরা। নগরীর প্রধান সড়কেই এ সব ময়লা, আবর্জনা ফেলা হচ্ছে। পরে সেখান থেকে এ সব আবর্জনা সরিয়ে নিচ্ছে সিরিয়ার সরকারি যানবাহন।

নগরীর এক অধিবাসী বলেন, যাই হোক না কেনো এটি আমার বাড়ি। এর চেয়ে প্রিয় আর কিছু নেই আমার কাছে। যুদ্ধে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে এ বাড়ি। পরিবারের লোকজন ফিরে এলে মেরামতের কাজ পুরোদমে শুরু করা হবে বলেও জানান তিনি।

এদিকে মুক্ত হওয়ার হারাসতার পৌর পরিষদের প্রধানের দায়িত্ব পালনকারী আদনান ওয়েজ জানান, নগরীর ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ভেঙ্গে ফেলার কাজ দ্রুত করছে নগরী কর্তৃপক্ষ। জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।