শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 July, 2018 00:26

ট্রাম্পকে রুহানী: সিংহের লেজ নিয়ে খেলবেন না

ট্রাম্পকে রুহানী: সিংহের লেজ নিয়ে খেলবেন না
মেইল রিপোর্ট :

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ পদক্ষেপ নেয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। 

রোববার কূটনীতিকদের এক সভায় রুহানী বলেন, ‘ইরানের সাথে যুদ্ধ হবে সব যুদ্ধের জননী।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ইরান নতুন করে অর্থনৈতিক অবরোধের সম্মুখীন হয়েছে।

রুহানী বলেন, ‘মি. ট্রাম্প, সিংহের লেজ নিয়ে খেলবেন না, পরে পস্তাতে হবে।’

‘আমেরিকার জানা উচিত যে, ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক হচ্ছে সব শান্তির উৎস, আর ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সব যুদ্ধের জননী’ হুঁশিয়ারি দেন তিনি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে ইরানিদের উস্কে দেয়ার মত অবস্থায় আপনি নেই।’

রয়টার্স জানায়, ওয়াশিংটন ইরানের সরকারকে অস্থিতিশীল করে তুলতে চাইছে গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর এসব মন্তব্য করেন রুহানী।

বিষয়টির সাথে সংশ্লিষ্ট ওয়াশিংটনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইরানে অসন্তোষ সৃষ্টি, তাদের পরমাণু কর্মসূচি বন্ধ, জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া বন্ধের জন্য চাপ সৃষ্টি করতে বিভিন্ন বক্তব্য ও অনলাইন যোগাযোগ শুরু করেছে।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলেন, এই ক্যাম্পেইনে ইরানের নেতাকে বিরূপভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে ইরানের কর্তৃপক্ষের বক্তব্যের বিরোধিতা করা হয় এই প্রচারণায়।

উল্লেখ্য, গত ৮ মে ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। এরপর তিনি ইরানের বিরুদ্ধে কেবল নিষেধাজ্ঞা পুনর্বহাল নয়, যারা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না এমন তৃতীয় দেশের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দেন।

উপরে