শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 August, 2018 01:19

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের অনাগ্রহ

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের অনাগ্রহ
মেইল রিপোর্ট :

কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ইরানের নেতাদের সঙ্গে সংলাপে বসতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ইরানের নেতাদের সঙ্গে সংলাপে বসতে চান বলে জানান ট্রাম্প।  কিন্তু ট্রাম্পের প্রস্তাবিত ওই আলোচনা বা সংলাপে বসতে অনীহা প্রকাশ করেছে ইরান। 

দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ট্রাম্প যেহেতু ২০১৫ সালে করা পরমাণু চুক্তি বাতিল করেছেন, সেহেতু এখন তাদের সঙ্গে আলোচনা বসা এত সহজ বিষয় নয়। এটা আমাদের জন্য অপমানজনক।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, প্রেসিডেন্ট হাসান রুহানি কোনোদিনও তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না। আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি মঙ্গলবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন। 

ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে এক বক্তব্যে জেনারেল জাফারি বলেন, ইরানের জনগণ তাদের দায়িত্বশীলদের কখনোই শয়তান আমেরিকার সঙ্গে আলোচনায় বসার অনুমতি দেবে না।

তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ইরান উত্তর কোরিয়া নয় যে আমেরিকার আহ্বানে ইতিবাচক সাড়া দেবে। আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত দেশগুলোর সঙ্গে ইসলামপ্রিয় ইরানি জনগণের ব্যাপক পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি। জেনারেল জাফারি বলেন, ইরানি জাতি কখনো হুমকি মেনে নেবে না এবং বিদেশিদের যে কোনো চাপের মুখে তাদের মধ্যে ঐক্য ও সংহতি বেড়ে যায়।

মার্কিন কর্মকর্তাদের ধোঁকাবাজি সম্পর্কে ইরান পুরোপুরি অবগত রয়েছে উল্লেখ করে আইআরজিসির প্রধান বলেন, ইরানের সরকার ও জনগণ তাদের মহান নেতার দিক-নির্দেশনায় অভ্যন্তরীণ সক্ষমতা ও আল্লাহর দেয়া খনিজ সম্পদ ব্যবহার করে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির পতনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরানি জনগণের প্রতিরোধ অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেন, তিনি ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চান। ট্রাম্প এমন সময় এ ঘোষণা দিলেন যখন তিনি গত ৮ মে একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালেরও ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

উপরে