শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 August, 2018 22:53

কাতার দখলের পরিকল্পনা ছিল সৌদি-আমিরাতের

কাতার দখলের পরিকল্পনা ছিল সৌদি-আমিরাতের
মেইল রিপোর্ট :

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অপর দেশ কাতারে হামলা চালিয়ে দখল করে নিতে চেয়েছিল। কিন্তু সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতারে হামলা না চালাতে সৌদি আরবকে বোঝাতে সক্ষম হয়।  

মার্কিন গোয়েন্দা সংস্থার জন্য সক্রিয় সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক দুই কর্মকর্তার বরাত দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ওয়েবসাইট দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, কাতারে হামলা ও দখল করে নিতে সৌদির নেতৃত্বাধীন পরিকল্পনায় সমর্থন জানায় আমিরাত। কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তাদের সে পরিকল্পনায় বাধ সাধেন।

সন্ত্রাসীদের সমর্থনের অভিযোগ তুলে ২০১৭ সালে সৌদির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এমনকি আরব প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থল, জল ও আকাশসীমা বন্ধ করে দেয়।

দ্য ইন্টারসেপ্ট জানাচ্ছে, ঠিক ওইসময় বা তার কিছুদিন পরে সৌদির ভেতর থাকা কাতারি গোয়েন্দা কর্মকর্তারা হামলার এই পরিকল্পনা জানতে পেরে টিলারসনকে তা অবহিত করেন। সেখানে বলা হয়েছে, এরপর টিলারসন সৌদি কর্মকর্তাদের হামলা না চালাতে আহ্বান জানিয়ে বেশ কিছু ফোনকল করেন।

এমনকি ‘কয়েক মাস পর’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তারা ওই হামলা পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করার আগেই পদক্ষেপ নেন টিলারসন। দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ও আমিরাতের যুবরাজরা মিলে ওই পরিকল্পনা বাস্তবায়ন থেকে আর মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিলেন। তাদের পরিকল্পনা ছিল সৌদির স্থলবাহিনী আমিরাতের সহায়তায় কাতারের সীমান্ত অতিক্রম করে দোহার প্রায় ৭০ মাইল কাছাকাছি চলে যাবে।

দ্য ইন্টারসেপ্ট দাবি করেছে, সৌদি ও আমিরাতে ওই পরিকল্পনায় হস্তক্ষেপ করায় দেশ দুটির কর্মকর্তারা টিলারসনের ওপর চটে যান। আর হয়তো এই কারণে গেল বছরের ১ ডিসেম্বর ট্রাম্প প্রশাসন থেকে টিলারসনকে বিদায় নিতে হয়।

উপরে