শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 August, 2018 14:06

কানাডার সঙ্গে বাণিজ্য বন্ধ সৌদির, রাষ্ট্রদূত প্রত্যাহার

কানাডার সঙ্গে বাণিজ্য বন্ধ সৌদির, রাষ্ট্রদূত প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক :

উপসাগরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে কানাডার সঙ্গে নতুন বাণিজ্য সম্পর্ক ছিন্ন ও বিনিয়োগ বন্ধ করেছে সৌদি আরব। এছাড়া কানাডার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।

সোমবার (৬ আগস্ট) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।

এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কানাডার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া কানাডায় নিজেদের দূতকে ফেরার নির্দেশ দিয়েছে। 

এর আগে সৌদি আরবে বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কানাডা। বিশ্লেষকরা বলছেন, এসব কারণে কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবে গ্রেফতার হওয়া মানবাধিকার কর্মীদের মধ্যে অন্যতম ছিলেন সামার বাদাউয়ি। সামার বাদাউয়ি সৌদি-আমেরিকান নারী অধিকার কর্মসূচির সংগঠক ছিলেন। তিনি সৌদি আরবের পুরুষ অভিভাবকত্বের প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না দেশটি।

বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে গ্রেফতার হওয়া নারী মানবাধিকার কর্মীদের ‘দ্রুত মুক্তির’ জন্য আহ্বান জানায়। 

সৌদি সরকার তাদের বিবৃতিতে, কানাডার আহ্বানকে তাদের দেশের জন্য ‘আক্রমণ’ বলে উল্লেখ করেছে।

উপরে