শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 August, 2018 12:29

সৌদি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
মেইল রিপোর্ট :

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তায় দেশটির সেনাবাহিনী সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামিরক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় ইয়েমেনি সেনারা। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জিজান প্রদেশের আল-খোবে এলাকার সামরিক ঘাঁটিতে সোমবার ওই হামলা চালানো হয়েছে।

সৌদি সেনাদের সমাবেশ লক্ষ্য করে ইয়েমেনি সেনারা ওই হামলা চালায়। তবে এতে হতাহত বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা হয় নি। হামলায় ইয়েমেনি বাহিনী ১৫০ কিলোমিটার পাল্লার জিলজাল-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

সৌদি আরবের একই প্রদেশের জাবাল আদ-দাউদ এলাকায় এর আগে ইয়েমেনি স্নাইপাররা এক সৌদি সেনাকে হত্যা করেছে। 

এছাড়া, জাজান প্রদেশের আল-মাশআল সামরিক ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে আরো তিন সেনা নিহত হয়েছে। পাশাপাশি আনসারুল্লাহ যোদ্ধাদের রকেট হামলায় সৌদি আরবের আস-সুদাইস ঘাঁটির একটি সামরিক যান ধ্বংস হয়েছে।

উপরে