শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 August, 2018 02:26
যুদ্ধের আশংকা

গাজায় দেড়শ' বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল

গাজায় দেড়শ' বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল
মেইল রিপোর্ট :

অধিকৃত গাজা উপত্যকায় ১৪০ বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তেল আবিবের এই বর্বরতার কারণে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশংকা দেখা দিয়েছে।
 
ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন- হামাসের ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার। ইসরাইলের দাবি, গাজা থেকে দেড় শতাধিক রকেট ছোঁড়ার পর তারা পাল্টা হামলা চালিয়েছে। গাজা থেকে ছোঁড়া রকেটের মধ্যে ২৫টিকে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করেছে। এসব রকেট হামলায় কমপক্ষে ইসরাইলি আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার রাত থেকে চালানো এসব বিমান হামলায় এক অন্তসত্ত্বা ফিলিস্তিনি নারী ও তার দেড় বছর বয়সী সন্তানসহ তিনজন নিহত হয়েছেন।

হামাস বলেছে, মঙ্গলবার তাদের দুই যোদ্ধা ইসরাইলি ট্যাংকের গোলায় নিহতের হওয়ার ঘটনায় প্রতিশোধ নিতে তারা এ রকেট হামলা চালিয়েছে। হামাস বলছে, ইসরাইলি হামলা বিরুদ্ধে তারা যে জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিল, রকেট হামলায় তা পূর্ণ হয়েছে।

এদিকে, ইসরাইলি হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলকে থামানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজায় অন্তঃসত্ত্বা ও শিশুকন্যাসহ ৩ ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার শিশুকন্যাসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার রাতে এ হামলা চালানো হয়।


 
ইহুদি রাষ্ট্রটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপের পর গাজায় বিভিন্ন স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ হামলায় মধ্য গাজার জাফরাওয়িতে ২৩ বছর বয়সী আনাস খাম্মাস ও তার ১৮ মাসের কন্যা বায়ান নিহত হয়েছে। এতে তার স্বামীও আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আনাস অন্তঃসত্ত্বা ছিলেন। এ হতাহতের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে ইহুদি সেনারা এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখণ্ডে কয়েক দফা রকেট হামলার জবাবে তারা পাল্টা আঘাত হেনেছেন।

গাজা থেকে ৭০টির বেশি রকেট হামলা চালালে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ১১টি ভূপাতিত করতে পেরেছে। বাকিগুলো বিভিন্ন জনশূন্য স্থানে পড়ে বিস্ফোরিত হয়। তবে এক ব্যক্তি হালকা আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

ফিলিন্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলে রকেট হামলার দায় স্বীকার করেছে। জাতিসংঘ হামাসের রকেট হামলার নিন্দা জানিয়েছে।

জাতিসংঘের দূত নিকোলয় ম্লাডেনভ বলেন, গাজা ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে আমি উদ্বিগ্ন। বিশেষ করে বুধবার দক্ষিণ ইসরাইলে বহু রকেট হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

উপরে