শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 August, 2018 00:58

উত্তেজনার মধ্যেই জলে-স্থলে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের

উত্তেজনার মধ্যেই জলে-স্থলে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের
‘ফাহেত মোবিন’ ক্ষেপণাস্ত্র
মেইল রিপোর্ট :

ফতেহ-ই মোবিন নামের একটি নতুন ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে ইরান, যা জলে-স্থলে যেকোনো লক্ষ্যে নির্ভুল আঘাত করতে সক্ষম।

সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির উপস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়।

এই ক্ষেপণাস্ত্র রাডারসহ শত্রুপক্ষের যেকোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রতিকূল আবহওয়াতেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এটির আছে উন্নত মানের অনুসন্ধানকারী শীর্ষদেশ।

আমির হাতামি বলেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রক্রিয়া অব্যাহত রাখবে এই ইসলামী প্রজাতন্ত্র। আজ শত্রুরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষার বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, প্রচারণা ও মানসিক যুদ্ধ যত তীব্র হবে, আমরা সব ক্ষেত্রেই প্রতিরক্ষা ব্যবস্থা তত বাড়াবো।

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এই ক্ষেপণাস্ত্র অনেক দিন ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তিনি।

পরমাণু চুক্তি ভেঙে দেয়া এবং তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষিপ্ত ইরান।  দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, তাদের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করলে তারা তা সহজভাবে নেবে না।

এর আগে গত মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশটির তেল রপ্তানিতে বাধা দেয়া হলে তারা পুরো মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধ করে দেবে।

উপরে