শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 August, 2018 01:02

গজনি সংঘর্ষে ৫০০ শতাধিক নিহত

গজনি সংঘর্ষে ৫০০ শতাধিক নিহত
গজনি শহরে নিরাপত্তাকর্মীদের তৎপরতা।
মেইল রিপোর্ট :

আফগানিস্তানের কৌশলগত শহর গজনির দখল নিয়ে তালিবান ও দেশটির নিরাপত্তাকর্মীদের মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষ চলছে। 

সংঘর্ষে এ পর্যন্ত তিন শতাধিক নিরাপত্তাকর্মী ও দুই শতাধিক তালিবান সদস্য নিহত হয়েছে। 
 
আফগানিস্তানের সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত চার দিন ধরে চলমান সংঘর্ষে ৫০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ২০ জন রয়েছে সাধারণ মানুষ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী তারিক শাহ বাহরামি বলেন, তালিবানদের সঙ্গে আফগান নিরাপত্তাকর্মীদের সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার। এদিন প্রায় ১০০ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এর মধ্যে ২০ থেকে ৩০ জন সাধারণ মানুষ রয়েছে।

রাজধানী কাবুলে এক প্রেস ব্রিফিংয়ে বাহরামি জানান, সোমবারের সংঘর্ষে প্রায় ১৯৪ জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন রয়েছে তাদের উচ্চ পর্যায়ের কমান্ডার।

এর আগে রোববার নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, সংঘর্ষের তৃতীয় দিন পর্যন্ত (রোববার) দুই শতাধিক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এরপরই সোমবার নতুন করে ১০০ এর বেশি নিরাপত্তা কর্মী নিহতের খবর প্রকাশ করা হল।

গজনি দখলের লড়াই আফগান বাহিনীর সঙ্গে অভিযানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা।

কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটির প্রধান কার্যালয়ের সূত্রে খবরে বলা হয়েছে, রোববার ও সোমবার কমপক্ষে ৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার হঠাৎ করে তালিবানরা গজনি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে। ওই দিন থেকেই আফগান বাহিনী সেখানে অভিযান শুরু করে। এ পর্যন্ত গজনি শহর নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে উভয় পক্ষ।

উপরে