ইরাকে বিমান হামলায় ৭ আইএস জঙ্গি নিহত
ইরাকের মধ্যাঞ্চলীয় সালাহুদিন প্রদেশের একটি দুর্গম এলাকায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের অবস্থানে বিমান হামলায় তাদের সাত জঙ্গি নিহত হয়েছে।
বুধবার এ ঘটনার পর বৃহস্পতিবার দেশটির প্রাদেশিক পুলিশ সূত্র একথা জানিয়েছে।
প্রাদেশিক মিডিয়া দফতরের পক্ষ থেকে মোহাম্মাদ আল-বাজি সিনহুয়াকে বলেন, প্রদেশটির পূর্বাঞ্চলের দুর্গম এলাকা মিবিজায় বিমান হামলা চালিয়ে আইএসের দুটি গোপন আস্তানা ও তাদের ব্যবহৃত দুটি সুড়ঙ্গ পথ গুড়িয়ে দেয়া হয়েছে। এতে আইএসের সাত জঙ্গি নিহত হয়েছে। এলাকাটি আইএসের ঘাঁটি।
ইরাকি নিরাপত্তা বাহিনী বারবার মিবিজার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালালেও এলাকাটি দুর্গম ও পার্বত্য হওয়ায় এ অঞ্চল থেকে জঙ্গিদের বিতাড়িত করা কঠিন হয়ে পড়েছে।
এর আগে নিরাপত্তা বাহিনীর আইএস বিরোধী ব্যাপক অভিযানে প্রদেশিক রাজধানী তিকরিতসহ সালাহুদিনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নগরী থেকে শত শত জঙ্গি পালিয়ে যায়।
উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিকভাবে ইরাককে জঙ্গি মুক্ত ঘোষণা দেয়। দেশটির নিরাপত্তা বাহিনী আইএস গ্রুপের কাছ থেকে এ সব এলাকার পুনঃনিয়ন্ত্রণ নেয়ার পর তিনি ওই ঘোষণা দেন।