মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে
হরমুজ প্রণালী
মেইল রিপোর্ট :
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে বলে জানিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনীর প্রধান জেনারেল আলিরেজা।
ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর কোনো অবস্থান নেই দাবি করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন তিনি। তাসনিমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের তেল রফতানির ওপর খুব দ্রুত কঠিন অবরোধ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এ পদক্ষেপ নিলে ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানি বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছে।
জেনারেল আলিরেজা বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে উপসাগরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। সেখানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বহিরাগত দেশের উপস্থিতির কোনো প্রয়োজন নেই।