মার্কিন ডলারের আধিপত্যকে শেষ করার আহ্বাণ এরদোগানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান
মেইল রিপোর্ট :
আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার বর্জন করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, আমাদের মার্কিন ডলারের আধিপত্যকে চিরকালের মতো শেষ করে দেয়ার বিষয়ে কাজ করতে হবে। আর তার জন্য দরকার নিজেদের মধ্যে নিজেদের মুদ্রা ব্যবহার করা।
রোববার কিরগিজস্তানের রাজধানী বিশকেক এ তুরস্ক-কিরগিজস্তান ব্যবসায়ী ফোরামে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এরদোগান শুধু মার্কিন মুদ্রার কাছ থেকেই মুক্তি লাভের বিষয়ে কথা বলেননি।
তিনি বলেছেন, তুরস্ক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়, বিশেষ করে এর প্রতিরক্ষা শিল্পখাত।