কানাডায় এবার রাজনৈতিক আশ্রয় নিচ্ছে সৌদির শিক্ষার্থীরা
মেইল রিপোর্ট :
কানাডার সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্বের মধ্যেই সে দেশে অধ্যায়নরত শিক্ষার্থীদের দেশে ফেরার নির্দেশ দেয় রিয়াদ। ৩১ আগস্ট পর্যন্ত সর্বশেষ সময় ছিল।
আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম বলছে, বেশ কিছু শিক্ষার্থী ইতোমধ্যেই সৌদি আরবে ফিরে গেছে। তবে অনেকে শিক্ষার্থী কানাডা সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে!
চলতি মাসের শুরুর দিনই সৌদির অন্তত ২০ জন শিক্ষার্থী কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংখ্যা বহুগুণে বেড়ে যাবে।
জানা গেছে, কানাডায় আট হাজারেরও বেশি সৌদি শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছে। ধারণা করা হচ্ছে, সৌদি শিক্ষার্থীদের যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে, কানাডার সরকার তাদের প্রতি নমনীয় হতে পারে।